সম্প্রতি, তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে বাবা হারানো সিরিয়ান শিশুর দায়িত্ব নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো শীর্ষক একটি তথ্য গণমাধ্যম ও ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিবেদন দেখুন যমুনা টিভি (ইউটিউব), আমাদের সময়, ডেইলি ক্যাম্পাস, সময় টিভি (ইউটিউব), দেশ টিভি (ইউটিউব), সময়ের কণ্ঠস্বর, ডেইলি মেসেঞ্জার, মানবজমিন, ঢাকা পোস্ট, ভোরের ডাক, একুশে সংবাদ, জুমবাংলা, বিডি২৪লাইভ, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি বাংলাদেশ, বাংলাদেশ টুডে, বাংলাদেশ বুলেটিন, নিরাপদ নিউজ।
একই দাবিতে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখুন নিউজ১৮ বাংলা, আজকাল, এই সময়।
একই দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইউটিউবের কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে টিকটকের কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো কর্তৃক ভূমিকম্পে পিতা হারানো সিরিয়ার শিশুর দায়িত্ব নেওয়ার দাবিটি সঠিক নয় বরং সিরিয়ার উক্ত শিশুর সাথে রোনালদোর দেখা করার বিষয়টিকেই শিশুর দায়িত্ব নিয়েছেন দাবিতে প্রচার করা হচ্ছে।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘Reuters’ এর ওয়েবসাইটে গত ০৬ মার্চ প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় নাবিল সাইদ নামে এক ছেলে ফেব্রুয়ারিতে বিধ্বংসী ভূমিকম্পের পরে উদ্ধার কর্মীদের বলেছিল যে সে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে দেখা করতে চায়। গত ০৩ মার্চ তার সেই আশা পূরণ হয়। নাবিল সৌদি আরবে আল নাসর ক্লাবের খেলা দেখার জন্য আমন্ত্রিত হওয়ার পরে রোনালদোর সাথেও দেখা করার সুযোগ পায়।
রয়টার্স এ বিষয়ে একটি ভিডিও যুক্ত করেছে প্রতিবেদনে, যেখানে দেখা যাচ্ছে রোনালদোর সাথে দেখা করে তাকে জড়িয়ে ধরেছেন নাবিল।
উক্ত ভিডিওতে রোনালদোকে নাবিলের সাথে কুশল বিনিময় করতে দেখা গেলেও, রোনালদো শিশুটির পড়াশোনা বা ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন শীর্ষক কোনো মন্তব্য সেখানে করতে শোনা যায়নি।
পরবর্তীতে ম্যাচ চলাকালীন নাবিল রয়টার্সকে বলেছেন, “আমি যখন রোনালদোকে দেখি, আমার মনে হচ্ছিল এটা হয়তো স্বপ্ন। আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি জানি না, কখন এই স্বপ্ন শেষ হবে। আমি আশা করি এটা স্বপ্ন নয় এটা সত্যই ছিল।”
তাছাড়া, কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘Al Jazeera’ এর টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এ সংক্রান্ত ভিডিওতেও নাবিলকে একই মন্তব্য করতে দেখা যায়। আল জাজিরার উক্ত টুইটেও রোনালদো কর্তৃক শিশুটির দায়িত্ব নেওয়ার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
অনুসন্ধানে দেখা যায়, সৌদি আরবের বিনোদন বিভাগের প্রধান তুর্কি আলালশিখ (Turki Alalshikh) নাবিলকে রোনালদোর সাথে দেখা করার ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনিই প্রথম রোনালদোর সাথে নাবিলের দেখা করার মুহূর্তের ভিডিও তার টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেন। উক্ত ভিডিওতেও রোনালদো কর্তৃক শিশুটির দায়িত্ব নেওয়ার বিষয়ে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।
অর্থাৎ, সিরিয়ান শিশুর সাথে দেখা করার সময়েও রোনালদো তার দায়িত্ব নেওয়ার কথা বলেছেন শীর্ষক কোনো তথ্য সংশ্লিষ্ট সূত্র এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আসেনি।
সূত্রগুলো কী বলছে?
বাংলাদেশের সংবাদমাধ্যম ডেইলি ক্যাম্পাস এবং মানবজমিন উক্ত তথ্যসহ তাদের এ সংক্রান্ত প্রতিবেদনের সূত্র হিসেবে যথাক্রমে খালিজ টাইমস এবং মিরর এর নাম উল্লেখ করেছে।
কিন্তু সংযুক্ত আরব আমিরাতের খালিজ টাইমস এবং যুক্তরাজ্যের মিররে এ সংক্রান্ত প্রতিবেদনে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য নেই।
এছাড়া, ভারতীয় সংবাদমাধ্যম আজকাল উক্ত তথ্যসহ তাদের এ সংক্রান্ত প্রতিবেদনের সূত্র হিসেবে রয়টার্স এর নাম উল্লেখ করেছে। কিন্তু রয়টার্সের এ সংক্রান্ত প্রতিবেদনেও আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য নেই।
রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে দেখেছে, ভারতীয় সংবাদমাধ্যম ‘news18 বাংলা’ এ বিষয়ে গত ০৫ মার্চ প্রথম সংবাদ প্রকাশ করে।
কিন্তু উক্ত প্রতিবেদনেও কোন সূত্র উল্লেখ করা হয়নি।
মূলত, তুরস্ক ও সিরিয়ার সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনার পর গত ০৩ মার্চ সিরিয়ার ভূমিকম্পে বাবা হারানো শিশু নাবিল সাইদ সৌদি আরবে গিয়ে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে দেখা করার সুযোগ পায়। এই খবর বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমে নাবিলের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন রোনালদো শীর্ষক তথ্যটিও প্রচার করা হচ্ছে। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, রোনালদো শুধু নাবিলের সাথে দেখা করেছেন। তার দায়িত্ব নেননি।
সুতরাং, ভূমিকম্পে বাবা হারানো সিরিয়ান শিশুর দায়িত্ব নিয়েছেন রোনালদো শীর্ষক একটি দাবি গণমাধ্যম ও ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Reuters: Syrian boy fulfils dream of meeting Ronaldo after quake
- Al Jazeera: Tweet
- Khaleej Times: Watch: Cristiano Ronaldo grants wish of Syrian boy who lost father in earthquake