সম্প্রতি, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ক্যান্সারে আক্রান্ত শীর্ষক দাবিতে একটি ডিজিটাল পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উক্ত পোস্টারে এবিএম ফজলে করিম চৌধুরীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানিয়ে পোস্টারের নিচের অংশে ‘এবিএম ফজলে কবির চৌধুরী ফাউন্ডেশন’ নামক একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এবিএম ফজলে করিম চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হননি বরং বিষয়টি মিথ্যা বলে নিশ্চিত করে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার পুত্র ফারাজ করিম চৌধুরী।
অনুসন্ধানের শুরুতে এবিএম ফজলে করিম চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়ে জানতে কিওয়ার্ড সার্চ করে এ সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে উল্লিখিত এবিএম ফজলে কবির চৌধুরী ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠানটির বিষয়ে অনুসন্ধান করে এমন কোনো ফাউন্ডেশনের অস্তিত্ব ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়নি। তবে এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর নামে ‘এবিএম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন’ নামে একটি ফাউন্ডেশন রয়েছে যার মাধ্যমে তার পুত্র ফারাজ করিম চৌধুরী সমাজসেবা মূলক কাজ করার তথ্য পাওয়া গেছে ফারাজের ফেসবুক পেজে।

এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে পরবর্তীতে ফারাজ করিম চৌধুরীর ফেসবুক পেজে গতকাল (১৬ মে) প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। সেই ফেসবুক পোস্টে তিনি তার বাবার ক্যান্সার হওয়ার বিষয়টি মিথ্যা এবং বানোয়াট বলে নিশ্চিত করেন।

মূলত, সম্প্রতি চট্টগ্রাম-৬ আসনের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হওয়ার দাবিতে এবিএম ফজলে করিম চৌধুরীর ছবি সহ একটি পোস্টার ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। এবিএম ফজলে করিম চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হননি। তার পুত্র ফারাজ করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, পূর্বেও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ইন্টারনেটে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়াই এমপি এবিএম ফজলে করিম চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্যটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Faraaz Karim Chowdhury – Facebook Post
- Rumor Scanner’s own analysis.