সম্প্রতি,‘প্রত্যেকের ব্যাবহৃত মোবাইল ফোনের একটি আলাদা ব্যক্তিগণ নাম রয়েছে’ দাবিতে বেশকিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
উক্ত পোস্টগুলোতে বলা হচ্ছে যে, কেউ যদি তার মোবাইল নম্বরের শেষ তিন ডিজিট (উদাহরণস্বরূপ: ৩৩৩) কে কমেন্ট সেকশনে @[333:0] শীর্ষক ফরমেটে লিখে তাহলে সেখানে যে নামটি চলে আসবে তাই হচ্ছে আপনার মোবাইল ফোনের ব্যক্তিগত নাম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। উক্ত পোস্টগুলোর আর্কাইভ এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা খায়, কোনো ব্যক্তির মোবাইল নম্বরের শেষ তিন ডিজিট ফেসবুকে কমেন্ট করলে যদি কোনো নাম আসে তাহলে সেটি ওই ব্যক্তির মোবাইল ফোনের ব্যক্তিগত নাম নয় বরং এটি একজন ফেসবুক ব্যবহারকারীর ইউজার আইডি নাম্বার।
সাধারণত আমরা কোনো ফেসবুক অ্যাকাউন্ট, পেজ কিংবা গ্রুপকে কমেন্টে ম্যানশন করতে চাইলে @ লিখে তারপর ওই গ্রুপ/পেজ/আইডি এর নাম লিখি। যেমন: রিউমর স্ক্যানারের ফেসবুক পেজকে ম্যানশন করতে চাইলেন @Rumor Scanner টাইপ করে কাঙ্ক্ষিত পেজকে ম্যানশন করা হয়।

তবে, এই পদ্ধতিটি ছাড়াও ফেসবুকে কাউকে ম্যানশন করার ক্ষেত্রে অন্য আরেকটি পদ্ধতি রয়েছে আর সেটি হচ্ছে ইউজার আইডি নম্বর দিয়ে ম্যানশন করা (যদিও অনেক মোবাইল অপারেটিং সিস্টেমে এই পদ্ধতি কাজ করে না)।
প্রতিটি ফেসবুক একাউন্ট, গ্রুপ এবং পেজের একটি ইউনিক ‘User ID Number’ রয়েছে যা অন্য যেকোনো ফেসবুক একাউন্ট, পেজ এবং গ্রুপ হতে সম্পূর্ন আলাদা এবং কোনো ব্যাক্তি চাইলেই সেই ইউজার আইডি নম্বর দিয়ে কাঙ্ক্ষিত ফেসবুক একাউন্ট, গ্রুপ অথবা পেজকে কমেন্ট বক্সে ম্যানশন করতে পারবে।
উদাহরণস্বরূপ: ফেসবুকের CEO মার্ক জাকারবার্গ এর যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটির ইউজার আইডি নম্বর হচ্ছে 4। এখন আপনি কমেন্ট সেকশনে @[4:0] লিখে কমেন্ট করেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে মার্ক জাকারবার্গের নাম প্রদর্শিত হবে।
আবার, রিউমর স্ক্যানারের অফিসিয়াল ফেসবুক পেজের ইউজার আইডি হচ্ছে ‘100063242680226’। এখন কেউ যদি কমেন্ট সেকশনে @[100063242680226:0] লিখে কমেন্ট করে তাহলে রিউমর স্ক্যানার পেজের নাম প্রদর্শিত হবে।

তবে, অনেক ফেসবুক ব্যবহারকারীই ইউজার আইডি নম্বর দিয়ে যে কাউকে ম্যানশন করা যায় এই ব্যাপারটি সম্পর্কে অবগত নয়। ফলে, এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন সময় ব্যাপারটিকে নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হয়েছে।
যেমন: বেশ কয়েকবছর আগে পৃথিবীর বিভিন্ন দেশে ভাইরাল হওয়া কিছু পোস্টে দাবি করা হচ্ছিলো, “যদি আপনি কমেন্ট সেকশনে @[4:0] কমেন্ট করার পর মার্ক জাকারবার্গের নাম প্রদর্শিত হতে দেখেন তাহলে বুঝে নিবেন আপনার আইডি হ্যাক হয়নি। আর যদি মার্ক জাকারবার্গের আইডি প্রদর্শিত না হয় তাহলে ধরে নিবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।”
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

যেহেতু কিছু মোবাইল অপারেটিং সিস্টেমে ইউজার আইডি নম্বর ব্যবহার করে কাউকে ম্যানশন করার পদ্ধতিটি কাজ করেনা তাই অনেকের ক্ষেত্রেই @[4:0] কমেন্ট করার পর মার্ক জাকারবার্গের নাম প্রদর্শিত হচ্ছিল না। এতে করে অনেক ফেসবুক ব্যবহারকারী ধরে নিয়েছিল তাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে।
পরবর্তীতে এই দাবিটিকে Snopes, Africa Check সহ আরো অনেক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান মিথ্যা সাব্যস্ত করে।
মূলত, সম্প্রতি কিছু ফেসবুক পোস্টে দাবি করা হয়, কেউ যদি তার মোবাইল নম্বরের শেষ তিন ডিজিট @[333:0] শীর্ষক ফরমেটে লিখে কমেন্ট করে তাহলে সেখানে যে নামটি চলে আসবে তাই হচ্ছে আপনার মোবাইল ফোনের ব্যক্তিগত নাম। কিন্তু অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবির সাথে মোবাইলের ব্যক্তিগত নাম থাকার কোনো সম্পর্ক নেই। ফেসবুকের কমেন্ট সেকশনে @[User ID number:0] লিখে কমেন্ট করলে কোনো ব্যক্তির নাম প্রদর্শন করার মানে হচ্ছে সেই ফেসবুক ব্যবহারকারীকে তার ইউজার আইডি নম্বর দিয়ে ম্যানশন করা হয়েছে।
সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের মোবাইল নম্বরের শেষ তিন ডিজিট কে কমেন্ট সেকশনে নির্দিষ্ট ফরম্যাটে লেখার মাধ্যমে মোবাইল ফোনের ব্যক্তিগত নাম প্রদর্শিত হওয়ার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Facebook || How usernames and user IDs are used on Facebook Profiles
- Rumor Scanner’s own analysis.