নেত্রকোনার সাবেক এমপি ইফতিকার উদ্দিন কারাগারে মারা যাওয়ার দাবিটি মিথ্যা 

গত ৩১ জুলাই থেকে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু কারাগারে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন- শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই তথ্যটি সজীব ওয়াজেদ জয়কেও পোস্ট দিতে দেখা যায়। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নেত্রকোনা-০৩  (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু কারাগারে নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং, গত ২৮ জুলাই তিনি ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেছেন তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

অনুসন্ধানে যুগান্তরের ওয়েবসাইটে গত ২৮ জুলাই “নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি পিন্টু আর নেই” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, সাবেক এমপি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। এ অবস্থায় গত ২৮ জুলাই তিনি ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। 

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো, সময় টিভি এবং আরটিভি সহ একাধিক গণমাধ্যম। 

পরবর্তীতে আরও অনুসন্ধানে অনলাইন ভিত্তিক গণমাধ্যম জাগো নিউজের ওয়েবসাইটে গত ৩১ জুলাই “সাবেক এমপি ইফতিকারের কারাগারে মৃত্যু খবরটি মিথ্যা: কারা অধিদপ্তর” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ৩১ জুলাই কারা অধিদপ্তরের মিডিয়া বিভাগের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর কারাগারে মৃত্যু খবরটি সঠিক নয়। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালকদার পিন্টুর কারাগারে মৃত্যুর খবরটি সঠিক নয়। তিনি কারাগারে আটক ছিলেন না। বিষয়টি গুজব।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে বার্তা ২৪, দেশ টিভি এবং আমাদের সময় সহ একাধিক গণমাধ্যম।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য সদ্য প্রয়াত সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালকদার পিন্টুর পরিবারের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। 

ইফতিকার উদ্দিন তালকদার পিন্টুর ভাগ্নে জাকির হোসেন প্রবাল বলেন, ‘০৫ আগস্টের পর তিনি কারাগারে যাননি। অনেকদিন যাবৎ অসুস্থ ছিলেন। পরবর্তীতে বাসায় (ভাড়া বাসা) মৃত্যুবরণ করেন। কারাগারে মৃত্যুর যে বিষয়টি প্রচার করা হচ্ছে তা মিথ্যা।’

সুতরাং, নেত্রকোনা-০৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু কারাগারে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img