পুলিশের গুলিতে চরমোনাই পীর ফয়জুল করিমের নিহতের গুজব

গত ২২ ডিসেম্বর Media Cell 24 নামের একটি ইউটিউব চ্যানেলে ‘পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দিলো চরমোনাই, পুলিশের গুলিতে ফয়জুল করিম নিহত’ শীর্ষক শিরোনাম এবং থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

পুলিশের গুলিতে

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি প্রায় ১৭ হাজার ৭ শত অধিক বার দেখা হয়েছে। ভিডিওটিতে ১ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

পরবর্তীতে একই ভিডিও নিয়ে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুলিশের গাড়িতে চরমোনাই পীর কর্তৃক আগুন লাগানো কিংবা পুলিশের গুলিতে চরমোনাই পীর ফয়জুল করিমের নিহত হওয়ার ঘটনা ঘটেনি বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে কোথায় পুলিশের গাড়িতে আগুন কিংবা পুলিশের গুলিতে কারো নিহত হওয়ার দৃশ্য দেখা যায়নি।

ভিডিওটি’র বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ভেরিফাইড ফেসবুক পেজে গত ২২ ডিসেম্বর ‘ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল থেকে সরাসরি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Islami Andolan Bangladesh Facebook

এই ভিডিওটি’র সাথে আলোচিত ভিডিওটি’র মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

সেখানে উল্লেখিত বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ভিডিওটি গত ২২ ডিসেম্বর একতরফা নির্বাচন বাতিল,নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনসহ বেশ কয়েকটি দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলের ঘটনার সময়ে ধারণকৃত।

তবে অনুসন্ধানে জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলটি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেলেও সেখানে পুলিশের সাথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সহিংসতার কোনো ঘটনা ঘটেনি।

তাছাড়া গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে অন্যকোনো ঘটনার প্রেক্ষিতেও ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতাকর্মী দ্বারা পুলিশের গাড়িতে আগুন দেওয়া কিংবা পুলিশের গুলিতে চরমোনাই পীর ফয়জুল করিমের নিহত হওয়ার দাবির সত্যতা পাওয়া যায়নি।

বরং আজ ২৩ অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দলটির সিনিয়র নায়েবে আমীর ফয়জুল করিমকে একটি সেমিনারে বক্তব্য দিতে দেখা যায়।

Screenshot: Islami Andolan Bangladesh Facebook

মূলত, গত ২২ ডিসেম্বর একতরফা নির্বাচন বাতিল ও নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল করে। পরবর্তীতে সেটি পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এরপর উক্ত ঘটনার ভিডিও’র সাথে ‘পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দিলো চরমোনাই, পুলিশের গুলিতে ফয়জুল করিম নিহত’ শীর্ষক শিরোনাম এবং থাম্বনেইল জুড়ে দিয়ে  ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হয়। তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিগুলো সঠিক নয়। সম্প্রতি পুলিশের গাড়িতে চরমোনাই পীর কর্তৃক আগুন লাগানো কিংবা পুলিশের গুলিতে চরমোনাই পীর ফয়জুল করিমের নিহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমীর ফয়জুল করিম বর্তমানে জীবিত এবং সুস্থ আছেন।

উল্লেখ্য, পূর্বেও চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে বিভিন্ন ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, পুলিশের গাড়িতে চরমোনাই পীর কর্তৃক আগুন লাগানো কিংবা পুলিশের গুলিতে চরমোনাই পীর ফয়জুল করিমের নিহত হওয়ার দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img