সম্প্রতি “শিশুটির চিকিৎসার জন্য 2/3লক্ষ টাকার প্রয়োজন” শীর্ষক শিরোনামে কিছু ছবি সংযুক্ত করে তাহমিদা/হামিম নামের এক শিশুর জন্য মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তাহমিদা/হামিম নামে ফেসবুকে প্রচারিত ছবিগুলো কোন বাংলাদেশি শিশুর নয় বরং এগুলো ভারতীয় নাগরিক রুবিনা ও আসিফ আলির কন্যা আলিসবার ছবি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, “My Baby Battles For Her Life And We Need Your Support To Save Her” শিরোনামে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম ‘Ketto’ এর ওয়েবসাইটে প্রকাশিত মূল ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি, ‘Ketto’ এর অফিশিয়াল ফেসবুক পেজ ও টুইটার একাউন্টে শিশুটির জন্য ফান্ডরাইজিং নিয়ে গত ৬ জানুয়ারি প্রকাশিত পোস্টে একই ছবিগুলো খুঁজে পাওয়া যায়।
“Allah! My 1-yo baby girl suffered an accident and is fighting for her life in the hospital. She has a severe brain injury and cannot eat or even recognise me. She has her whole life ahead of her. Save her before she slips away!”
Please help: https://t.co/adm0ITJjlf pic.twitter.com/2x5GdnPYTX
— Ketto (@ketto) January 6, 2022
মূলত, ছবির শিশুটি ভারতীয় নাগরিক রুবিনা ও আসিফ আলির মেয়ে আলিসবা। শিশুটি মস্তিষ্কে গুরুতর আঘাতজনিত জটিলতায় ভুগছে। বর্তমানে শিশুটি দিল্লির রেইনবো চিলড্রেন হাসপাতালে চিকিৎসাধীন। ফান্ডরাইজিং ঐ ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা যায় শিশুটির চিকিৎসার জন্য প্রায় ৯ লাখ রুপি প্রয়োজন। সর্বশেষ এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত শিশুটির জন্য আর্থিক সহায়তা সংগ্রহ চলমান রয়েছে।

এছাড়া, আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোতে আক্রান্ত শিশুটির কোনো বাবা, মায়ের নাম বা ঠিকানার উল্লেখ নেই। অন্যদিকে পোস্টগুলোর শিরোনামের শুরুতে জনৈক তাহমিদার জন্য সাহায্যের আবেদনের কথা উল্লেখ থাকলেও ঠিক কিছু লাইন পরেই আবার হামিম নামের শিশুর জন্য আর্থিক সাহায্যের আবেদনের কথা উল্লেখ করা হয়েছে এবং পোস্টটিতে উল্লিখিত ব্যক্তিগত বিকাশ ও নগদ নাম্বারে (01860975435) একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
সুতরাং, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় শিশুকে বাংলাদেশের শিশু তাহমিদা/হামিম দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: শিশুটির চিকিৎসার জন্য 2/3লক্ষ টাকার প্রয়োজন
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Ketto: https://www.ketto.org/fundraiser/savealisba
- Ketto Facebook Post: https://www.facebook.com/ketto.org/posts/4725388080847593
- Ketto Tweet: https://twitter.com/ketto/status/1479075275484790785?s=20