গত ৮ ডিসেম্বর ইসলামপন্থি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)-এর কাছে পরাজিত হয়ে সিরিয়া ত্যাগ করেন বাশার আল আসাদ। এর মাধ্যমে প্রায় ৫৩ বছরের আল আসাদ পরিবারের পারিবারিক শাসনের অবসান ঘটে সিরিয়ায়। বাশার আল আসাদ টানা ২৪ বছর ক্ষমতায় ছিলেন। এর আগে তার বাবা হাফিজ আল আসাদ টানা ২৯ বছর সিরিয়া শাসন করেন। বাশারের পতনের পরই আসাদ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া স্বজনদের খোঁজে হাজার হাজার সিরিয়ান ভিড় জমান দামেস্কের উপকণ্ঠে নির্মিত কুখ্যাত সেদনায়া বন্দিশালায়। এর প্রেক্ষিতে স্বৈরশাসক হাফিজ আল আসাদ এবং তার ছেলে বাসার আল আসাদের তৈরি গোপন সিদনায়া কারাগার হতে ৪৩ বছর পর রাগাদ আল তাতারি নামে এক পাইলট গতকাল মুক্তি পেয়েছেন দাবিতে তাকে উদ্ধারের মুহুর্তের চিত্র হিসেবে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এছাড়াও দাবি করা হয়, বিদ্রোহীদের মিছিলে গুলি করতে অস্বীকৃতি জানালে তাকে বন্দি করে এমন ভাবে রাখা হয়।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সিরিয়ার গোপন সেদনায়া বন্দিশালা থেকে রাগাদ আল তাতারি নামের পাইলটকে উদ্ধারের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। বরং, আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরিকৃত একটি ভিডিও থেকে নেওয়া হয়েছে।
আলোচিত দাবিটির বিষয় অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Mr. Sanzaruu নামের একটি টিকটক আইডিতে গত ৩ ডিসেম্বর No sir, I don’t like it শীর্ষক শিরোনাম প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, সিরিয়ার গোপন বন্দিশালা থেকে উদ্ধারকৃত ব্যাক্তির ছবির সাথে ভিডিওর ব্যক্তি এবং স্থানের মিল রয়েছে। তবে ভিডিওটিতে উক্ত ব্যক্তিকে একটি অদ্ভুত প্রাণী হাতে গর্ত থেকে বের হতে দেখা যায়। পরবর্তীতে ভিডিওটির শিরোনাম পর্যালোচনা করে ai লেখা একটি হ্যাশট্যাগ দেখতে পাওয়া যায়।
এছাড়াও টিকটক আইডিটি পর্যালোচনা করে একই ধরনের একাধিক ভিডিও খুঁজে পাওয়া যায়। যেখানে ভিন্ন ভিন্ন নারী ও পুরুষকে আলাদা আলাদা গর্ত থেকে বের হতে দেখা যায়। পাশাপাশি প্রতিটি ভিডিওতেই অদ্ভুত আকৃতির প্রাণীও দেখতে পাওয়া যায়। প্রতিটি ভিডিওতেই পোস্টকারী ai হ্যাশট্যাগটি ব্যবহার করেছে। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে।
পরবর্তীতে উক্ত টিকটক আইডিটির বায়ো পর্যালোচনা করে জানা যায়, আইডির মালিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় পোস্টকৃত অদ্ভুত ভিডিওগুলো তৈরি করেছেন।
অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরিকৃত ভিডিও দেখে সংগ্রহ করা হয়েছে।
এছাড়াও রাগাদ আল তাতারি নামে কোনো পাইলট মুক্তি পেয়েছেন কিনা জানতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম The Guardian এর ওয়েবসাইটে গত ৮ ডিসেম্বর Tears of joy and sadness as ‘disappeared’ Syrians emerge from Assad’s prisons শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি রাগাদ আল তাতারি নামের একজন পাইলটের মুক্তি হওয়ার তথ্য পাওয়া যায়। যেখানে বলা হয়, ১৯৮০ এর দশকে হাফিজ আল আসাদ বিরুদ্ধে বিদ্রোহ চলাকালীন হামা শহরে বোর্মাবর্ষণ করতে অস্বীকৃতি জানানোয় তাকে বন্দি করা হয়। যিনি ৪৩ বছর পর বাশার আল আসাদের পতনের পর মুক্তি পেয়েছেন। তবে প্রতিবেদনটি উক্ত ব্যক্তির কোনো ছবি বা ভিডিওর সন্ধান পাওয়া যায়। এছাড়াও একাধিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে কোনো গণমাধ্যমেই রাগাদ আল তাতারি নামের ব্যক্তির কোনো ছবি বা ভিডিও খুজে পাওয়া যায়নি।
সুতরাং, ৪৩ বছর পর সিরিয়ার গোপন সেদনায়া বন্দিশালা থেকে রাগাদ আল তাতারি নামের এক পাইলটের মুক্তির দৃশ্য দাবিতে এআই প্রযুক্তি দিয়ে তৈরি একটি ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Mr. Sanzaruu Tiktok Account: No sir, I don’t like it #fyp #creepytok #crawlspace #ai
- The Guardian Website: Tears of joy and sadness as ‘disappeared’ Syrians emerge from Assad’s prisons
- Rumor Scanner’s Analysis