ছবিগুলো নাসার তোলা সূর্যের স্বচ্ছ ছবি নয়

সম্প্রতি, “Clear photo of sun by NASA” বা সূর্যের স্বচ্ছ ছবি শীর্ষক শিরোনামে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

নাসা

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিগুলো নাসা’র তোলা সূর্যের স্বচ্ছ ছবি নয় বরং ছবিগুলো রবার্ট আরনল্ড নামের একজন অ্যাস্ট্রোফটোগ্রাফারের টেলিস্কোপের সাহায্যে তোলা ছবি।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ফ্রি-এস্ট্রোনমি ফোরাম ‘Cloudynight.com’ থেকে ২০১০ সালের ১৩ মার্চে রবার্ট আরনল্ড-এর  “1054 and a bright prominence 13th March” শীর্ষকশিরোনামে সূর্যের ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিগুলোর সাথে আলোচিত ছবিগুলোর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

ফোরামটি সম্পর্কে জানা যায়, এটি মূলত টেলিস্কোপ রিভিউ ফোরাম এবং মহাকাশ বিষয়ে কৌতুহলীরা মহাকাশ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে থাকেন।

রবার্ট আরনল্ডের ক্যাপশন অনুসন্ধানের মাধ্যমে জানা যায় উক্ত ছবিটি টেলিস্কোপের সাহায্যে তোলা। তাছাড়া এটি সূর্যের ব্রাইট প্রমিনেন্স বা উজ্জ্বলতম অংশের ছবি। সূর্যপৃষ্ঠ থেকে নানা ধরণের অগ্ন্যুৎপাত ও শক্তি অহরহ নির্গত হয়। এর মধ্যে রয়েছে অতি বেগুনি রশ্মি ফ্লেয়ার (Flares), প্রমিনেন্স (Prominence), সানস্পট (Sunspots) এবং করোনাল মাস ইজেকশন (Coronal Mass Ejections) বা সিএমই (CME)। মূলত এরকম একটি ছবিই রবার্ট আরনল্ড টেলিস্কোপের সাহায্যে ক্যামেরাবন্দী করেন। 

উল্লেখ্য ২০১০ সালের ২১ এপ্রিলে সূর্যের সম্ভাব্য সৌর ঝড়ের ছবি প্রথম প্রকাশ করে নাসা।

পরবর্তীতে, National Science Foundation তাদের অফিশিয়াল টুইটার একাউন্টে ২০২০ সালের ৩০ জানুয়ারি Inouye Solar Telescope দিয়ে তোলা সূর্যের অবিশ্বাস্য কাছের একটি ছবি (অনুবাদিত)” শিরোনামে একটি ছবি প্রকাশ করে।

পাশাপাশি, ২০২০ সালের ১৬ জুলাই নাসা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে “ESA/NASA’s Solar Orbiter Returns First Data, Snaps Closest Pictures of the Sun” শিরোনামে সূর্যের সবচেয়ে কাছের ছবি প্রকাশ করে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) এবং নাসা যৌথ ভাবে সূর্য পরিভ্রমণকারী স্পেস পাঠায় ২০২০ সালের সালের ৯ ফেব্রুয়ারি। সৌরযানটি একই বছরের ৩০ মে সূর্যের ছবি তুলতে সক্ষম হয়। সৌরযানটির পাঠানো ছবি সম্পর্কে নাসার গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টার, গ্রিনবেল্ট মেরিল্যান্ড-এর প্রজেক্ট সাইন্টিস্ট হলি গিলবার্ট বলেন, এই অবিশ্বাস্য ছবিগুলোই এখন পর্যন্ত সূর্যের সবচেয়ে কাছের ছবি। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, নাসার প্রকাশিত সূর্যের নতুন ছবিটি সূর্যের উপরিভাগের ৭৭ মিলিয়ন কিলোমিটার দূর থেকে তোলা হয়েছে এবং প্রতিবেদন অনুযায়ী এটাই ক্যামেরায় তোলা সূর্যের সবচেয়ে কাছের ছবি

মূলত, আলোচিত ছবিগুলো রবার্ট আরনল্ড নামে একজন মহাকাশপ্রেমীর টেলিস্কোপ দিয়ে তোলা ছবি। এটি সূর্যের একটি স্বচ্ছ ছবি হলেও নাসা এই ছবিটি ক্যামেরাবন্দী করে নি। এছাড়াও ছবিটি টেলিস্কোপের সাহায্যে তোলা হয়েছে। সৌরযান পাঠিয়ে সূর্যের সবচেয়ে কাছের ছবি নাসা ২০২০ সালের ১৬ জুলাই প্রকাশ করে।

একই ছবিগুলো গত জুলাই মাসে সূর্যের সবচেয়ে কাছের এবং স্বচ্ছ ছবি দাবিতে ছড়িয়ে পড়লে তা মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিলো রিউমর স্ক্যানার।

সূতরাং, রবার্ট আরনল্ড নামে একজন মহাকাশপ্রেমীর টেলিস্কোপে তোলা ছবিকে নাসা তোলা ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img