ছাত্রলীগ কর্মীর বোরকা পরে পালানোর দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, ‘বোরকা পরেও পালাতে ব্যর্থ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী! চলছে “অপারেশন ডেভিল হান্ট” দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে এক্স( সাবেক টুইটার)  প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি অপারেশন ডেভিল হান্টের কারণে ছাত্রলীগ কর্মীর বোরকা পরে পালানোর নয় বরং, এটি গত বছর বোরকা পরে গার্লস স্কুলে এক বালকের অনুপ্রবেশের পুরোনো ঘটনার ভিডিও। 

এ বিষয়ে অনুসন্ধানে সময় টিভি- এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৭ ফেব্রুয়ারী ‘বোরকা পরে গার্লস স্কুলে বালক, পুলিশের হাতে ধরা!’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর বিষয়বস্তু ও পারিপার্শ্বিকতার মিল দেখা যায়।

Comparison: Rumor Scanner 

সময় টিভির প্রতিবেদন থেকে জানা যায়, বোরকা পরে গার্লস স্কুলে একজন বালক বোরকা পরে প্রবেশ করলে পুলিশের হাতে ধরা পড়ে।

তাছাড়া, একাধিক জাতীয় গণমাধ্যম সূত্রেও বোরকা পরে বালিকা বিদ্যালয়ে ঢুকে পুলিশের হাতে বালকের ধরা পড়ার ঘটনার তথ্য পাওয়া যায় ৷ দেখুন এখানে, এখানে এবং এখানে। 

অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে আলোচিত দাবির কোনো সম্পৃক্ততা নেই।

সুতরাং, ভিন্ন প্রেক্ষাপটের পুরোনো ভিডিও ব্যবহার করে অপারেশন ডেভিল হান্ট চলাকালে বোরকা পরে  ছাত্রলীগের এক কর্মীর পালানো দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর৷ 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img