সম্প্রতি “সাম্প্রতিক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিতি: ক্রিশ্চিয়ানো রোনালদো – 25,000 লুইস সুয়ারেজ – 60,000” শীর্ষক শিরোনামের একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ক্রিস্টিয়ানো রোনালদোর উন্মোচন অনুষ্ঠানে ২৫ হাজার দর্শক উপস্থিতির তথ্যটি সঠিক হলেও লুইস সুয়ারেজের উন্মোচন অনুষ্ঠানে ৬০ হাজার দর্শক উপস্থিতি ছিলো না বরং ৩০ হাজার দর্শক উপস্থিতি ছিলো।
কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় গত ৩ জানুয়ারি “Thousands of Saudi fans cheer as Ronaldo unveiled at Al Nassr” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়,
“The packed, 25,000-capacity stadium erupted when Ronaldo, dressed in Al Nassr’s yellow and blue kit, walked on the pitch, saluting the crowd as fireworks and floodlights flashed around him.”
যার ভাবার্থ করলে দাঁড়ায়,
আতশবাজির আলোর ঝলকানিতে ২৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটি পরিপূর্ণ ছিলো যখন রোনালদো হলুদ-নীল জার্সিতে মাঠে দাঁড়িয়ে দর্শকদের অভিবাদন জানাচ্ছিলো।
এছাড়াও, আন্তর্জাতিক গণমাধ্যম Daily Mail এ গত ৪ জানুয়ারি “Cristiano Ronaldo is urged to call out Saudi Arabia” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়,
“Ronaldo was introduced as ‘the world’s greatest footballer’ in front of 25,000 raucous supporters at Mrsool Park in Riyadh”
যার ভাবার্থ করলে দাঁড়ায়,
রিয়াদের মারসুল পার্কে ২৫ হাজার সমর্থকের সামনে রোনালদোকে পরিচয় (আল নাসরের খেলোয়াড় হিসেবে) করিয়ে দেয়া হয়।
এছাড়াও World of Stadium নামক ওয়েবসাইটে মারসুল পার্ক স্টেডিয়াম সম্পর্কে বিস্তারিত তথ্য হতে জানা যায়, ২০১৫ সালের ৭ মার্চ উদ্বোধন হওয়া এ স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজার।
যা থেকে নিশ্চিত হওয়া যায়, আল নাসর ক্লাবের খেলোয়াড় হিসেবে সৌদি আরবের রিয়াদের মারসুল পার্ক স্টেডিয়ামে রোনালদোর উন্মোচন অনুষ্ঠানে ২৫ হাজার দর্শক উপস্থিতি ছিলো।
এছাড়াও লুইস সুয়ারেজের উন্মোচন অনুষ্ঠানে উপস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যম The Guardian ৫ জানুয়ারি “Luis Suárez welcomed by 30,000 fans at Brazil’s Grêmio arena – video” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়,
“More than 30,000 Grêmio fans filled the Brazilian club’s arena in Porto Alegre to welcome striker Luis Suárez.”
যার ভাবার্থ করলে দাঁড়ায়,
“ব্রাজিলের পুয়ের্তো আলেগ্রির ক্লাব গ্রেমিওর ৩০ হাজারেরও বেশি সমর্থকের উপস্থিতিতে লুইস সুয়ারেজকে স্বাগত জানানো হয়।”
এছাড়াও, যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম The Washington Post এ গত ৪ জানুয়ারি “Luis Suárez welcomed by 30,000 fans at Brazil’s Gremio arena” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনেও সুয়ারেজের উন্মোচন অনুষ্ঠানে ৩০ হাজার সমর্থক থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।
তবে, সুয়ারেজকে স্বাগত জানানোর ভেন্যু এরিয়ানা ডি গ্রেমিও স্টেডিয়ামের ওয়েবসাইট তথ্য হতে জানা যায়, উক্ত স্টেডিয়ামটি ৫৫ হাজার ৬৬২ জন দর্শক ধারণক্ষমতা সম্পন্ন।
মূলত, গত ৪ জানুয়ারি উরুগুয়ের ফুটবল তারকা লুইস সুয়ারেজকে ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব এরিয়ানা ডি গ্রেমিও এবং ৫ জানুয়ারি পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে স্বাগত জানায় সৌদি ক্লাব আল নাসর। সুয়ারেজ ও রোনালদোর স্বাগত বা উন্মোচন অনুষ্ঠানে যথাক্রমে ৩০ হাজার ও ২৫ হাজার সমর্থক উপস্থিত ছিলো। তবে সুয়ারেজের উন্মোচন অনুষ্ঠানে ৬০ হাজার দর্শক উপস্থিত থাকার দাবিতে প্রচারিত হচ্ছে।
সুতরাং, রোনালদোর উন্মোচন অনুষ্ঠানে ২৫ হাজার দর্শক উপস্থিতির তথ্যটি সঠিক হলেও সুয়ারেজের উন্মোচন অনুষ্ঠানে ৩০ হাজার দর্শক উপস্থিতির তথ্যটি অতিরঞ্জিতভাবে ৬০ হজার দর্শক উপস্থিতির দাবিতে প্রচারিত হচ্ছে; যা আংশিক মিথ্যা।
তথ্যসূত্র
- আল জাজিরা : Thousands of Saudi fans cheer as Ronaldo unveiled at Al Nassr
- ডেইলি মেইল : Cristiano Ronaldo is urged to call out Saudi Arabia
- ওয়েবসাইট : World of Stadium
- The Guardian : Luis Suárez welcomed by 30,000 fans at Brazil’s Grêmio arena – video
- The Washington Post : Luis Suárez welcomed by 30,000 fans at Brazil’s Gremio arena
- ওয়েবসাইট : Arena do Grêmio