বিএনপি নেতা মির্জা ফখরুলের কারামুক্তির ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, “সেনাবাহিনীর সহায়তায় রাতেই কারাগার থেকে মুক্তি পেলো মির্জা ফখরুল” শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে প্রচারিত হয়। 

ফখরুলের কারামুক্তির

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে(আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগার থেকে মুক্তি পাননি বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো কয়েকটি ভিডিও ক্লিপ নিয়ে তৈরি একটি ভিডিও।

ভিডিও যাচাই-১

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, Somoy Tv এর ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৭ নভেম্বর “সাংবাদিকদের সামনেই কেঁদে ফেললেন ফখরুল | BNP Election Update | Mirza Fakhrul Islam Alamgir | Somoy TV” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

উক্ত ভিডিও প্রতিবেদনের দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

Comparison By Rumor Scanner

উক্ত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপির দলীয় মনোনয়নের চিঠি বিতরণের কার্যক্রম শুরু হয়। এসময় দলীয় প্রধান খালেদা জিয়া কারাগারে থাকায় তাকে ছাড়াই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথা বলতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল।

ভিডিও যাচাই-২

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে Somoy Tv এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৯ জানুয়ারি “একমাস পর জামিনে মুক্তি পেলেন মির্জা ফখরুল | Mirza Fakhrul Released From Jail | Somoy TV” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

উক্ত ভিডিও সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিও থেকে জানা যায়, একমাস কারাভোগের পর চলতি বছরের জানুয়ারি মাসে জামিনে মুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভিডিও যাচাই-৩

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, NTV News এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৯ জানুয়ারি “কা’রাগার থেকে মুক্তি পেয়ে যা বললেন মির্জা ফখরুল | NTV News” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতাইবপ্রতিবেদন খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

উক্ত ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

Comparison By Rumor Scanner

ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্তি পান। অর্থাৎ, গট জানুয়ারি মাসে জামিনে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীদের সামনে বক্তব্য রাখার সময়ের ভিডিও এটি।

অর্থাৎ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মুক্তির পুরোনো ভিডিও এবং ভিন্ন প্রসঙ্গের একটি ভিডিওর ফুটেজ জুড়ে দিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এছাড়াও, জাতীয় কিংবা আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের সত্যতা পাওয়া  যায়নি।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্যকে হত্যা এবং গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং সেনাবাহিনীর অধীনে নির্বাচন করার দাবিতে বিএনপিসহ আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছে। এই আন্দোলনকে কেন্দ্র করে ইন্টারনেটে নানা ধরনের তথ্য প্রচার হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ইন্টারনেটে “সেনাবাহিনীর সহায়তায় রাতেই কারাগার থেকে মুক্তি পেলো মির্জা ফখরুল”- শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। ভিডিওটি নিয়ে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ সদস্য হত্যা ও গাড়ি পোড়ানোর মামলায় বর্তমানে কারাগারে আছেন। এসব মামলায় একাধিকবার জামিন আবেদন করেও তিনি জামিন পাননি। 

উল্লেখ্য, পূর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারামুক্তির ব্যাপারে ভুয়া তথ্য ছড়িয়ে পড়লে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগার থেকে মুক্তি পেয়েছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img