চিত্রনায়িকা বুবলি নির্বাচন করার দাবিতে প্রচারিত ভিডিওটি সিনেমার দৃশ্য  

সম্প্রতি, “নায়িকা বুবলি এখন নির্বাচন করছে” শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

বুবলি

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন ভিডিও (আর্কাইভ), ভিডিও (আর্কাইভ), ভিডিও (আর্কাইভ), ভিডিও (আর্কাইভ) এবং ভিডিও (আর্কাইভ)। 

টিকটিকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন ভিডিও (আর্কাইভ), ভিডিও (আর্কাইভ) এবং ভিডিও (আর্কাইভ)। 

ইউটিউবে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন ভিডিও (আর্কাইভ), ভিডিও (আর্কাইভ) এবং ভিডিও (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চিত্রনায়িকা শবনম বুবলির নির্বাচন করার দাবিতে প্রচারিত ভিডিওটি সঠিক নয়। বরং এটি চলচ্চিত্র নির্মাতা সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমার  একটি দৃশ্যের ভিডিও ক্লিপ। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। 

যেহেতু শবনম বুবলি একজন চিত্রনায়িকা, সেহেতু আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি কোনো সিনেমার শুটিংয়ের ভিডিওচিত্র হতে পারে- এমন সম্ভাবনা ধরে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। 

এতে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে গত ১৬ এপ্রিল দৈনিক ইত্তেফাক এর ওয়েবসাইটে “লোকাল’র ট্রেলারে আদর-বুবলি,নির্মাণে পাচ্ছে প্রশংসা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, নির্মাতা সাইফ চন্দনের ‘লোকাল’ সিনেমায় অভিনয় করছে চিত্রনায়িকা শবনম বুবলি এবং আদর আজাদ। গত ১৫ এপ্রিল সিনেমার ট্রেলার মুক্তি পায়। পৌনে তিন মিনিট দৈর্ঘ্যের এই ট্রেলার থেকে আঁচ করা হয়, ছবিটির গল্প মূলত একটি অঞ্চলের ক্ষমতা দখলের লড়াই ঘিরে আবর্তিত হয়েছে। এই লড়াইয়ে আইন-অপরাধ থেকে শুরু করে রাজনীতি, রোমান্স জায়গা করে নিয়েছে সমান্তরালভাবে।

প্রতিবেদন থেকে বিষয়টি স্পষ্ট যে, লোকাল সিনেমাটি আঞ্চলিক ক্ষমতা দখল লড়াইকে ঘিরে রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে বানানো হয়েছে। 

পরবর্তী অনুসন্ধানে বাংলাদেশভিত্তিক চলচ্চিত্র প্রযোজনা এবং বিতরণ সংস্থা Tiger Media এর ইউটিউব চ্যানেলে গত ১৫ এপ্রিল ‘Local | লোকাল | Trailer | Ador Azad | Bubly | Misha | Sanj John | Saif Chandan | Bangla Eid Movie’ শীর্ষক শিরোনামে উক্ত সিনেমাটির ট্রেলার খুঁজে পাওয়া যায়। 

উক্ত সিনেমার ট্রেলারটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ট্রেলারটির ১ মিনিট ১৩ সেকেন্ডে চিত্রনায়িকা বুবলি তার নাম রুপালী বলে উল্লেখ করেন। আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতেও শবনম বুবলির নাম রুপালী বলে উল্লেখ করা হয়।

Screenshot : Facebook Claim Post

একইসাথে উক্ত ট্রেলারে দেখানো একটি অংশে শবনম বুবলির পরিহিত শাড়ির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে থাকা বুবলির শাড়ির মিল খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner

পাশাপাশি উক্ত সিনেমার ট্রেলারে দেখানো নির্বাচনী প্রচারণার পোস্টারে উল্লেখিত জায়গার (লক্ষীনগর পৌরসভা) সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে দেখানো জায়গারও মিল খুঁজে পাওয়া যায়। 

এছাড়া স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইট ঘুরেও বাংলাদেশে লক্ষীনগর নামে কোনো পৌরসভা খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, উপরিউক্ত বিষয়গুলো থেকে এটি স্পষ্ট যে, চিত্রনায়িকা শবনম বুবলির অভিনীত সিনেমা ‘লোকাল’র একটি ভিডিওচিত্রকে তার নির্বাচনে আসার দাবিতে প্রচার করা হচ্ছে। 

মূলত, চলচ্চিত্রনির্মাতা সাইফ চন্দনের রাজনীতি ও রোমান্সকেন্দ্রিক সিনেমা লোকাল। এ সিনেমায় অভিনয় করেন চিত্রনায়িকা শবনম বুবলি এবং তরুণ আদর আজাদ। গত এপ্রিলে ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি একটি অঞ্চলের ক্ষমতা দখলের লড়াইকে ঘিরে নির্মিত। উক্ত চলচ্চিত্রের একটি দৃশ্যে শবনম বুবলিকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায়। পরবর্তীতে এই দৃশ্যটিকে কেন্দ্র করেই ইন্টারনেটে একটি দাবি ছড়িয়ে পড়ে যে, চিত্রনায়িকা বুবলি নির্বাচন করছেন। 

সুতরাং, অভিনেত্রী শবনম বুবলি নির্বাচন করছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে;যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img