‘বাংলাদেশে নিজস্ব পর্ন সাইট খোলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট’ শিরোনামটি এডিটেড

সম্প্রতি,“বাংলাদেশে নিজস্ব পর্ন সাইট খোলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট” শীর্ষক একটি দাবি সময় টিভির একটি শিরোনামের ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
আর্কাইভ ভার্সন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “বাংলাদেশে নিজস্ব পর্ন সাইট খোলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট” শীর্ষক দাবিটি মিথ্যা এবং সময় টিভি স্ক্রীনের এই শিরোনামটি এডিটেড। প্রকৃতপক্ষে সেখানে লেখা ছিলো ‘বাংলাদেশে সব পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধের নির্দেশ হাইকোর্টের’।

অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করার মাধ্যমে সময় টিভির অনলাইন পোর্টালে ২০১৮ সালের ২২ নভেম্বর “সময় টিভির সংবাদ সম্পাদনা করে ভুয়া খবর বানিয়ে ছড়িয়ে দেয়ায় জিডি” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: somoynews.tv

প্রতিবেদনে উল্লেখ করা হয়, “টিভির স্ক্রলে প্রচারিত সংবাদ ও ভিডিও সম্পাদনা করে ভুয়া সংবাদ তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে কলাবাগান থানায় সাধারণ ডায়রি করেছে সময় মিডিয়া লিমিটেড।

এতে অভিযোগ করা হয়েছে, কিছু প্রতারক চক্র সুনাম ক্ষুন্ন করার জন্য পরিকল্পিতভাবে সময় টিভির লোগো ও নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। সাধারণ ডায়রির সঙ্গে প্রমাণ হিসেবে মূল সংবাদ ও ভুয়া সংবাদ উভয়ের প্রিন্ট ও ভিডিও কপি দেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে কলাবাগান থানা পুলিশ।

সময় টিভির প্রচারিত মূল সংবাদটি ছিল ‘বাংলাদেশে সব পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধের নির্দেশ হাইকোর্টের’। আর এই সংবাদটিকে সম্পাদনা করে বানানো হয়েছে, ‘বাংলাদেশে নিজস্ব পর্ন সাইট খোলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট’।

জিডিতে প্রমাণ হিসেবে মূল সংবাদ ও ভুয়া সংবাদ উভয়েরই প্রিন্ট কপি সংযুক্তি হিসেবে দেয়া হয়েছে।”

প্রতিবেদনটি থেকে সময় টিভির মূল শিরোনামের ছবিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: somoynews.tv

যেখানে দেখা যায় প্রকৃতপক্ষে উক্ত সময়ে উক্ত টিভি স্ক্রীন শিরোনামে লেখা ছিলো, ‘বাংলাদেশে সব পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধের নির্দেশ হাইকোর্টের’।

অর্থাৎ,‘বাংলাদেশে নিজস্ব পর্ন সাইট খোলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট’ শীর্ষক হেডলাইনটি এডিটেড এবং সময় টেলিভিশনের হেডলাইন বিকৃত করে প্রচারের কারণে টেলিভিশন কর্তৃপক্ষ সেসময় থানায় অভিযোগও দায়ের করেছিলেন।

২০১৮ সালের ১৯ নভেম্বর সব পর্নোগ্রাফি সাইট বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট

 Screenshot: Channel 24

হাইকোর্টের এই নির্দেশনা নিয়ে সময় টিভির প্রচারিত সংবাদ শিরোনামের ছবি তুলে বিকৃত করে সেসময়-ই বিষয়টি প্রচার করা হয়। 

মূলত, ২০১৮ সালে হাইকোর্টের সব ধরণের পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয়ার সংবাদটি সময় টেলিভিশন ‘বাংলাদেশে সব পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধের নির্দেশ হাইকোর্টের’ শিরোনামে টিভি স্ক্রীনে প্রচার করে। সময় টিভির প্রচারিত টিভি স্ক্রীনের এই শিরোনামের ছবি তুলে সেসময় এডিট করার মাধ্যমে বিকৃত করে সেখানে ‘বাংলাদেশে নিজস্ব পর্ন সাইট খোলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট’ লিখে প্রচার করা হয়। শিরোনাম বিকৃত করে প্রচার করার বিষয়টি নিয়ে সেসময় থানায় জিডিও করেছিল সময় টেলিভিশন। ২০১৮ সালে সময় টেলিভিশন এর হেডলাইন বিকৃত করে প্রচারিত সেই ছবিটি সাম্প্রতিক সময়ে পুনরায় প্রচার করা হচ্ছে।

সুতরাং, বাংলাদেশে নিজস্ব পর্ন সাইট খোলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট শীর্ষক দাবিটি সম্পূর্ণ গুজব এবং শিরোনামটি এডিটেড।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img