রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের এই ফুটেজগুলো ২০২৩ সালের

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে কিছু বিক্ষুব্ধ জনতা। এরই প্রেক্ষিতে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্যের ছিন্ন মস্তকের ছবি ও ভাস্কর্য ভাঙার দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

রবীন্দ্রনাথ

ফেসবুক ছবি পোস্ট: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফেসবুক ভিডিও: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ইউটিউব ভিডিও: এখানে (আর্কাইভ)

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের ছিন্ন মস্তকের ছবি ও ভাস্কর্য ভাঙার দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ছবি ও ভিডিওটি ২০২৩ সালের।

ছবি যাচাই

অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে প্রথম আলো’র ওয়েবসাইটে ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি ‘‘গুম হওয়া’ রবীন্দ্র-ভাস্কর্যের মাথা পাওয়া গেল সোহরাওয়ার্দী উদ্যানে’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ফিচার ইমেজের সাথে মিল পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner

প্রতিবেদন থেকে জানা যায়, দেশে মুক্তচিন্তা, সৃজনশীলতা ও স্বাধীন মতপ্রকাশের ওপর কড়াকড়ি আরোপসহ সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল শিক্ষার্থীর উদ্যোগে রাজু ভাস্কর্যের পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। কিন্তু ভাস্কর্যটি স্থাপনের একদিন পর ভাস্কর্যটি সেখানে দেখা যাচ্ছিল না। পরে ভাস্কর্যটি ‘গুম’ করা হয়েছে জানিয়ে এর প্রতিবাদে ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ!’ লেখা একটি ব্যানার সেখানে ঝোলানো হয়। পরবর্তীতে, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যটির খণ্ডিত অংশ সোহরাওয়ার্দী উদ্যান থেকে উদ্ধার করা হয়েছিল।

ভিডিও যাচাই

প্রথম আলোর লোগো যুক্ত আলোচিত ভিডিওটি থেকে কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে প্রথম আলো’র ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি ‘‘গুম হয়ে গেছেন’ রবীন্দ্রনাথ | Protest Sculpture’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে ‘দ্য ডেইলি স্টার বাংলা’ ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি ‘রবীন্দ্রনাথের মুখবাঁধা ভাস্কর্য সরিয়ে ফেলল ঢাবি কর্তৃপক্ষ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি সেন্সরশিপ ও নিপীড়নের ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষ্কর্যটি উন্মোচনের দুই দিন পর সেটি সরিয়ে নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সুতরাং, সরকার পতনের পর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য ভাঙা হয়েছে দাবিতে ২০২৩ সালের ভিন্ন ঘটনার ছবি ও ভিডিও প্রচার করা হয়েছে: যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img