প্রচারিত ছবিগুলো ইরানে আয়োজিত রাজনৈতিক ফোরামে বৈঠকে অংশগ্রহণের দৃশ্যের নয়

সম্প্রতি ‘বাংলাদেশে কোনো একটি দেশের গোয়েন্দা সংস্থার মদদে সন্ত্রাসী হামলা হচ্ছে বলে সরাসরি মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো…..’ ক্যাপশনে ইরানে আয়োজিত রাজনৈতিক ফোরামে বৈঠকে অংশগ্রহণ দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো ইরানে আয়োজিত রাজনৈতিক ফোরামে বৈঠকে অংশগ্রহণের নয় বরং, সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের প্যারিসে ফরাসি সংস্কৃতিমন্ত্রী রচিদা দাতির সাথে সাক্ষাতের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর পক্ষ ‘বাংলাদেশে কোনো একটি দেশের গোয়েন্দা সংস্থার মদদে সন্ত্রাসী হামলা হচ্ছে’ বলে কোনো মন্তব্য করা হয়নি। 

এ বিষয়ে অনুসন্ধানে সংযুক্ত আরব আমিরাতের সংবাদ সংস্থা WAM এর ওয়েবসাইটে গত ১০ মার্চ ‘Abdullah bin Zayed meets with French Minister of Culture and attends signing of memorandum of understanding between the two countries’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ভিডিওটির দৃশ্যাবলীর সাথে প্রচারিত ছবিগুলোর সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

Comparison: Rumor Scanner 

প্রতিবেদন সূত্র জানা যায়, গত ১০ মার্চ ফ্রান্সের প্যারিসে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ও ফরাসি সংস্কৃতিমন্ত্রী রচিদা দাতির মধ্যে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করতে বৈঠক হয়। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি; প্রতিমন্ত্রী নৌরা বিনতে মোহাম্মদ আল কাবি; অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক মন্ত্রীর সহকারী সাইদ মুবারক আল হাজারি; ফাহাদ সাইদ আল রাকবানি; এবং পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা এবং ভ্যাটিকানে সংযুক্ত আরব আমিরাতের অনাবাসী রাষ্ট্রদূত ওমর সাইফ ঘোবাশ উপস্থিত ছিলেন।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত ১০ মার্চ প্রকাশিত একটি প্রেস রিলিজেও একই চিত্র ও তথ্য পাওয়া যায়। 

অর্থাৎ, প্রচারিত ছবিগুলো ইরানে আয়োজিত রাজনৈতিক ফোরামে বৈঠকের নয়। 

এছাড়া, ইউরোপীয় ইউনিয়নন্যাটোর ওয়েবসাইটে ‘বাংলাদেশে কোনো একটি দেশের গোয়েন্দা সংস্থার মদদে সন্ত্রাসী হামলা হচ্ছে’ শীর্ষক কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

অন্যদিকে, পূর্বে সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রীম আল হাশেমীর ছবি ব্যবহার করে তামান্না আক্তার ইয়াসমিন নামের এক নারীর আওয়ামী লীগের হয়ে আন্তর্জাতিক মহলে প্রভাবশালী ভূমিকা পালনের ভুয়া দাবি করা হলে এ বিষয়ে রিউমর স্ক্যানার ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর একটি ফ্যাক্টচেক প্রতিবেদনে প্রকাশ করে।

সুতরাং, ইরানে আয়োজিত রাজনৈতিক ফোরামে বৈঠকে অংশগ্রহণের ছবি দাবিতে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের প্যারিসে ফরাসি সংস্কৃতিমন্ত্রী রচিদা দাতির সাথে সাক্ষাতের ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

  • Emirates News Agency-WAM – Website
  • United Arab Emirates Ministry of Foreign Affairs – Website 

আরও পড়ুন

spot_img