গতকাল (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। এরই প্রেক্ষিতে, সাবেক ছাত্রলীগ কর্মীদের দিয়ে শিবিরের ডাকসু প্যানেল ঘোষণা, ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে দাবিতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কথিত এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সাবেক ছাত্রলীগ কর্মীদের দিয়ে শিবিরের ডাকসু প্যানেল ঘোষণা, ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদ
আসন্ন ডাকসু নির্বাচনে সাবেক ছাত্রলীগ কর্মী সাদিক কায়েম ওসমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউ ছাত্রলীগ নেতা এস.এম ফরহাদ ভিপি ও জিএস পদে শিবিরের প্যানেল ঘোষণা করেছে। কর্মী হাইজেক করার কারনে কেন্দ্রীয় ছাত্রলীগ এর তীব্র নিন্দা জানায়।
তারুণ্যের অনুভূতি-নিঃশ্বাস ধারণ করে, তারুণ্যের ভাষায় কথা বলে, তারুণ্যের নেতৃত্বেই বাংলাদেশবিরোধী সকল অপশক্তিকে উৎখাত করবে বাংলাদেশ ছাত্রলীগ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক ছাত্রলীগ কর্মীদের দিয়ে শিবিরের ডাকসু প্যানেল ঘোষণা করা হয়েছে দাবিতে ছাত্রলীগের নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। প্রকৃতপক্ষে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এ বিষয়ে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কথিত প্রেস বিজ্ঞপ্তিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, একটি প্রকাশের তারিখ হিসেবে ১৮ আগস্ট, ২০২৫ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে এই তারিখে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, দলটির ফেসবুক পেজে প্রকাশিত অন্যান্য প্রেস বিজ্ঞপ্তির (১,২) সঙ্গে আলোচিত বিজ্ঞপ্তিটির তুলনামূলক বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণে দেখা যায়, কথিত বিজ্ঞপ্তির ফ্রন্ট ডিজাইনের সাথে ছাত্রলীগের প্রচলিত বিজ্ঞপ্তিগুলোর ফন্টের অমিল রয়েছে। প্রচলিত বিজ্ঞপ্তিগুলোতে তারিখ হাতে লেখা হলেও আলোচিত বিজ্ঞপ্তিতে টাইপ করে লেখা দেখতে পাওয়া যায়।

ভুয়া বিজ্ঞপ্তির উৎস যাচাই
অনুসন্ধানে ‘Department of Politics: Republic of Bangladesh’ নামক ফেসবুক পেজে গতকাল বেলা ১২:৩২ মিনিটে প্রচারিত একটি পোস্টে আলোচিত বিজ্ঞপ্তিটি খুঁজে পাওয়া যায়। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে এই পোস্টের পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত বিজ্ঞপ্তি যুক্ত পোস্ট পাওয়া যায়নি।
পরবর্তীতে, উক্ত পেজটি পর্যবেক্ষণ করে ইন্ট্রোতে ‘লীগের সুনাম বাদে, এখানে সব দলের সুনাম/ট্রল করা হয়।’ লেখা খুঁজে পাওয়া যায়। যা থেকে স্পষ্ট যে এটি একটি সার্কাজম পেজ।

ধারণা করা হচ্ছে, এই পেজ থেকেই সর্বপ্রথম এই প্রথম ভুয়া বিজ্ঞপ্তিটি সার্কাজম হিসেবে প্রচার করা হয়। যা পরবর্তীতে সত্য দাবিতে ছড়িয়ে পড়ে।
সুতরাং, সাবেক ছাত্রলীগ কর্মীদের দিয়ে শিবিরের ডাকসু প্যানেল ঘোষণার দাবিতে ছাত্রলীগের নামে ফেসবুকে প্রচারিত এই প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Own Analysis