গণ অধিকার পরিষদের কথিত নেত্রী তন্নি দাবিতে ভিনদেশি নারীর এডাল্ট ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর একটি এডাল্ট ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের মহিলা সম্পাদিকা তন্নির।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গণ অধিকার পরিষদের কোনো নেত্রী কিংবা কর্মীর নয় বরং, ইন্টারনেট থেকে ‘প্রিয়াঙ্কা ব্যানার্জী’ নামের ভিনদেশি এক নারীর ভিডিও সংগ্রহ করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়া, গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখায় তন্নি নামের কোনো মহিলা সম্পাদিকা নেই।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘priyankabanerjee569’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৫ এপ্রিলে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে হুবহু মিল পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে উক্ত নারীর আরো অনেক ভিডিও পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি ‘প্রিয়াঙ্কা ব্যানার্জী’ নামক উক্ত নারীর। পরবর্তীতে উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির অ্যাবাউট সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায় অ্যাকাউন্টটি মূলত ভারত থেকে পরিচালিত হচ্ছে।

অর্থাৎ, এটি নিশ্চিত যে ভিডিওটি গণ অধিকার পরিষদের কোনো নারী কর্মী বা নেত্রীর নয়।

এছাড়া, অনুসন্ধানে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখায় তন্নি নামের কোনো মহিলা সম্পাদিকা খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দীনের সাথে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করেন যে, তন্নি নামে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখায় কোনো মহিলা সম্পাদিকা নেই।

সুতরাং, ইন্টারনেট থেকে ‘প্রিয়াঙ্কা ব্যানার্জী’ নামের ভিনদেশি এক নারীর এডাল্ট ভিডিও সংগ্রহ করে তা গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের কথিত মহিলা সম্পাদিকা তন্নির ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • priyankabanerjee569 – Instagram Post 
  • Statement of Nazim Uddin, President, Dhaka Metropolitan South, Gono Odhikar Parishad
  • Rumor Scanner’s analysis

আরও পড়ুন

spot_img