আর্টিস্টের তৈরি শিল্পকর্মকে মানব দেহের অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে বানানো আসল চেয়ার দাবিতে প্রচার

সম্প্রতি, “মানুষ থেকে আসবাব: ইতিহাসের অন্যতম বিকৃত মানসিকতার গল্প” শিরোনামে সিরিয়াল কিলার চেয়ার দাবিতে একটি তথ্য সম্বলিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত চেয়ারের ছবিটি মানব দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে তৈরি নয়। বরং, কায়লা এরেনা নামক এক আর্টিস্টের তৈরি শিল্পকর্মকে সাম্প্রতিক সময়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে থাকা ছবিটি রিভার্স সার্চের মাধ্যমে Kayla Arena Fx নামক ফেসবুক একাউন্টে ২০১৬ সালের ২২ মে “This is my first Ed Gein chair which is still reaching millions of people to this day” শিরোনামে প্রকাশিত পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সঙ্গে আলোচিত দাবিতে থাকা ছবিটির হুবহু মিল দেখতে পাওয়া যায়। 

Image Comparison by Rumor Scanner 

উক্ত পোস্টের ক্যাপশনে থেকে জানা যায়, কায়লা এরেনা নামক এই আর্টিস্ট এড গেইন চেয়ার নামে একটি খুবই জনপ্রিয় জিনিস তৈরি করেছেন, যা অনেকেই পছন্দ করেছে এবং আশানুরূপ বিক্রি হয়েছে। 

উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে AFP Fact Check এর ওয়েবসাইটে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে একই তথ্যের উল্লেখ পাওয়া যায়। 

অর্থাৎ, এটি মানব দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে তৈরি কোনো চেয়ার নয়।

এছাড়া, কায়লা এরেনার ফেসবুক পেজ পর্যবেক্ষণে অনুরূপ একাধিক (এক, দুই, তিন) শিল্পকর্ম পাওয়া যায়, যা বিক্রির জন্য প্রদর্শনরত থাকতে দেখা যায়। 

উল্লেখ্য, এড গেইন ছিলেন একজন আমেরিকান সিরিয়াল কিলার। যার ভয়ঙ্কর অপরাধ বিশ্বব্যাপী কুখ্যাতি অর্জন করেছিল এবং অসংখ্য বই এবং হরর ফিল্মকে অনুপ্রাণিত করেছিল। 

সুতরাং, আর্টিস্টের তৈরি একটি শিল্পকর্মকে মানব দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে তৈরি করা আসল চেয়ার দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img