ড. ইউনূস ও খালেদা জিয়াসহ কয়েকজন ব্যক্তির ছবিতে জুতাপেটার দৃশ্যটি ২০২২ সালের 

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এর ছবি সম্বলিত একটি ব্যানারে জুতাপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

দাবি করা হচ্ছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশের আগ অবধি ভিডিওটি অন্তত ৮৩ হাজারের ওপরে ভিউ হয়েছে। এছাড়া পোস্টটিতে তিন হাজার ওপরে মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন, ৪৭২ টি মন্তব্য করেছেন এবং পোস্টটি ৪৫২ বার শেয়ার করা হয়েছে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. ইউনূস ও খালেদা জিয়াসহ আলোচিত ব্যক্তিদের ছবিতে জুতাপেটা করার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ভিডিওটি ২০২২ সালের।

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে ২০২২ সালের ২৭ জুন “Present News প্রেজেন্ট নিউজ” নামক একটি ফেসবুক পেজ থেকে প্রচারিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, “ডক্টর ইউনুস, খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুলসহ রিজভীদের জুতা পেটা করালো কথিত মুক্তিযুদ্ধ মঞ্চ নামে এই সংগঠন।”

এছাড়া, একই সময়ে একই দাবিতে আরও কিছু পোস্ট খুঁজে পাওয়া যায়। (, )

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে সাম্প্রতিক সময়ে ড. ইউনূসসহ আলোচিত ব্যক্তিবর্গের ছবিতে এভাবে জুতাপেটার কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। 

সুতরাং, ২০২২ সালে মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক ড. ইউনূস ও খালেদা জিয়াসহ কয়েকজন ব্যক্তির ছবিতে জুতাপেটা করার একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

  • Present News প্রেজেন্ট নিউজ- Facebook Post 
  • আলহাজ্ব আনোয়ার হোসেন- Facebook Post 
  • Amar Odhikar Tv- Facebook Post 
  • Rumor Scanner’s Own Analysis 

আরও পড়ুন

spot_img