কুমিল্লায় অস্ত্রসহ আটক শিমুল সমন্বয়ক নয়

সম্প্রতি, ‘কুমিল্লার সমন্বয়ক শিমুলের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করছে সেনবাহিনী’- শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রাচারিত ভিডিও দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক মো. আবু ওবায়েদ ওরফে শিমুল সমন্বয়ক নন বরং, শিমুল কুমিল্লার আলোচিত সন্ত্রাসী যিনি কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অস্ত্র সরবরাহকারী রেজাউলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং পরবর্তীতে তিনি নিজেকে মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর অনুসারী হিসেবে পরিচয় দিতে শুরু করেন বলে জানিয়েছে যৌথ বাহিনী।।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটিতে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টিভির এর লোগো লক্ষ্য করা যায়। লোগোর সূত্র ধরে অনুসন্ধানে ইন্ডিপেন্ডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে গত ১৬ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী শিমুলের বাসায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের দৃশ্য এটি।

উক্ত সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে গত ১৬ জুন “কুমিল্লায় অস্ত্র ও বিস্ফোরকসহ ‘সন্ত্রাসী’ শিমুল গ্রেফতার”- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১৪ জুন রাতে দিকে জেলার সদর উপজেলার কার্তিকপুর এলাকায় থেকে যৌথ বাহিনীর অভিযানে মো. আবু ওবায়েদ ওরফে শিমুলকে গ্রেফতার করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ জুন এক বিজ্ঞপিতে র‍্যাব-১১ সিপিসি-২ জানায়, শিমুল দীর্ঘদিন যাবৎ কুমিল্লার আলোচিত সন্ত্রাসী চাপাপুর এলাকার রেজাউলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করে আসছিল। সন্ত্রাসী রেজাউল সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে অস্ত্র সরবরাহ করতেন। পরবর্তীতে তিনি নিজেকে মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর অনুসারী হিসেবে পরিচয় দিতে শুরু করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ চক্রটি অস্ত্রের মাধ্যমে রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে শিমুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি পাইপগান, তিনটি ককটেল, ছয় রাউন্ড শটগানের গুলি, একটি ৭.৬৫ মিমি গুলি, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।

এছাড়া, অনুসন্ধানে মো. আবু ওবায়েদ ওরফে শিমুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার সমন্বয়ক ছিলেন- এমন দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, কুমিল্লায় অস্ত্রসহ আটক শিমুল সমন্বয়ক শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img