সাকিব আল হাসানের মনোনয়ন পাওয়া নিয়ে সাইফুজ্জামান শিখর কোনো নেতিবাচক মন্তব্য করেননি

সম্প্রতি, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাকিব আল হাসান মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আসনটির বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর সাকিবকে নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

সাকিব আল

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই ভিডিও নিয়ে টিকটকে প্রচারিত একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাকিব আল হাসানের মনোনয়ন পাওয়া নিয়ে নেতিবাচক মন্তব্য করা এই ব্যক্তি সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর নয় বরং ভিন্ন এক ব্যক্তি নিজেকে সাইফুজ্জামান শিখর হিসেবে দাবি করে উক্ত মন্তব্য করে মজার ছলে আলোচিত ভিডিওটি তৈরি করেছেন।

গুজবের সূত্রপাতঃ 
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে উক্ত ভিডিওটি নিয়ে গাজীপুর টিভি – Gazipur TV নামের একটি ফেসবুক পেজে গত ২৬ নভেম্বর ‘মাগুরা ১ এর বর্তমান এমপি সাইফুজ্জামান শিখর যা বলেন সাকিব সম্পর্কে মনে মনে’ শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল  ভিডিওটি (আর্কাইভ) খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, নিজেকে সাইফুজ্জামান শিখর হিসেবে দাবি করা এক ব্যক্তি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সাকিব আল হাসানের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছেন।

Screenshot: Facebook 

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত এই ভিডিওটিতে প্রদর্শিত বক্তব্য প্রদানকারী ব্যক্তি আসল সাইফুজ্জামান শিখর নয়। ভিডিওটিতে উক্ত ব্যক্তির একপাশে সাকিব আল হাসান এবং অন্য পাশে যে ব্যক্তি রয়েছেন তিনি আসল সাইফুজ্জামান শিখর। তবে ভিডিওটিতে নিজেকে শিখর দাবি করে রাজনৈতিক বিষয়ে আলোচনাকারী ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে উক্ত ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে সেখানে একই ব্যক্তির বিভিন্ন ইস্যুতে আরও কিছু সার্কাজম বা কমেডিধর্মী ভিডিও (, , ) খুঁজে পাওয়া যায়। ফলে নিশ্চিত হওয়া যায়, এই ব্যক্তিই আলোচিত ভিডিওটির নির্মাতা এবং তিনি বিভিন্ন বিষয়ে সার্কাজম বা কমেডিধর্মী ভিডিও তৈরি করেন।

ভিডিওটির কমেন্টবক্স পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে অধিকাংশ ফেসবুক ব্যবহারী উক্ত ব্যক্তিকে আসল সাইফুজ্জামান শিখর ভেবে বিভিন্ন মন্তব্য করেছেন। এমন কয়েকটি মন্তব্য দেখুন।

Comment Collage by Rumor Scanner

অর্থাৎ, মজার উদ্দেশ্যে তৈরি উক্ত ভিডিওটি পরবর্তীতে বাস্তব দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে আজ ৩০ নভেম্বর মূলধারার অনলাইন গণমাধ্যম বাংলানিউজ২৪ এর ওয়েবসাইটে ‘শিখরকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সাকিব’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: banglanews24

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাকিব আল হাসান মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন উক্ত আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

তাছাড়া, এর আগে গত ২৭ নভেম্বর মূলধারার গণমাধ্যম যুগান্তরের অনলাইন সংস্করণে ‘সাকিবের পক্ষে সবাইকে মাঠে নামতে বললেন শিখর’ শীর্ষক শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, নিজে দলীয় মনোনয়ন না পেলেও তার বর্তমান সংসদীয় আসন (মাগুরা-১) থেকে সাইফুজ্জামান শিখর নৌকা মার্কাকে বিজয়ী করতে দলের সবাইকে মাঠে নামতে বলেছেন।

অর্থাৎ, মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও তিনি দল মনোনীত প্রার্থী সাকিব আল হাসানকে জয়ী করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের কাজ করতে বলেছেন। তাছাড়া সাকিব আল হাসানের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে তার উপস্থিতিও প্রমাণ করে তিনি দলীয় প্রার্থী সাকিব আল হাসানের পক্ষেই রয়েছেন।

পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এখন পর্যন্ত উক্ত আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরকে আওয়ামী লীগের মনোনয়নের বিষয়ে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা কিংবা সাকিব আল হাসানের বিপক্ষে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তথ্য প্রচার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে এক ব্যক্তি নিজেকে মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর হিসেবে দাবি করে মজার ছলে উক্ত আসন থেকে শিখরের মনোনয়ন না পাওয়া এবং রাজনীতির মাঠে না থেকেও সাকিব আল হাসানের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করে একটি ভিডিও তৈরি করেন। পরবর্তীতে উক্ত ভিডিওটি ইন্টারনেটে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে। প্রকৃতপক্ষে মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর সাকিব আল হাসানকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেননি বরং তিনি সাকিব আল হাসানকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের মাঠে নামতে বলেছেন।

প্রসঙ্গত, এর আগে গত ২৬ নভেম্বর ২৯৮ আসনে নৌকা প্রতীকের চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে দলটির প্রার্থী তালিকা থেকে বাদ পড়েন মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর। তার পরিবর্তে উক্ত আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

উল্লেখ্য, পূর্বেও বিশ্বকাপে ব্যর্থতার দায়ে সাকিব হেনস্তার শিকার দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও বিকৃত করে প্রচার করা হলে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, নিজে মনোনয়ন বঞ্চিত হয়ে উক্ত আসনে সাকিব আল হাসানের মনোনয়ন পাওয়া নিয়ে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর নেতিবাচক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img