ভারতকে জড়িয়ে আসিফ নজরুলের বক্তব্য দাবিতে চ্যানেল২৪ এর নামে নকল ফটোকার্ড প্রচার

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ‘ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা রাজাকারের বাংলাদেশ’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল ২৪ এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা রাজাকারের বাংলাদেশ’ শীর্ষক শিরোনাম বা তথ্যে চ্যানেল ২৪ কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল এমন কোনো মন্তব্যও করেননি। প্রকৃতপক্ষে,ভারতকে উদ্দেশ্য করে আসিফ নজরুলের দেওয়া বক্তব্য নিয়ে চ্যানেল২৪ কর্তৃক একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে চ্যানেল২৪ এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ৩ ডিসেম্বর ২০২৪ তারিখের কথা উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে আলোচিত ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যমের লোগো ও তারিখের সূত্র ধরে চ্যানেল২৪ এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে ‘ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা রাজাকারের বাংলাদেশ’ শীর্ষক শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও চ্যানেল২৪ এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে গত ৩ ডিসেম্বর চ্যানেল২৪ এর ভেরিফাইড ফেসবুক পেজে ‘ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

Photocard Comparison by Rumor Scanner 

ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে উক্ত ফটোকার্ডের ডিজাইন ও ফিচারে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। তবে, আলোচিত ফটোকার্ডের শিরোনাম ও শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে চ্যানেল২৪ এর ফটোকার্ডের ফন্টের পার্থক্য পরিলক্ষিত হয়। উভয় ফটোকার্ডে ফন্টের কিছুটা মিল থাকলেও শিরোনামের ‘নয়’ লেখাটি এবং উদ্ধৃতি চিহ্নের দিকে লক্ষ্য করলে ফন্টের পার্থক্য স্পষ্টভাবে লক্ষ করা যায়। আলোচিত ফটোকার্ডের শিরোনামের শেষ দিকে এটা রাজাকারের বাংলাদেশ শীর্ষক লেখা থাকলেও চ্যানেল ২৪ এর ফটোকার্ডে এটি লেখা নেই।

ফটোকার্ডের মন্তব্যের ঘরে প্রাপ্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২ ডিসেম্বর রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভারতের আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলার ঘটনাকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে একটি পোস্ট করেন। পোস্টের এক জায়গায় তিনি উল্লেখ করেন ‘ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়।’ পরবর্তীতে আসিফ নজরুলের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে উক্ত পোস্টটি খুঁজে পাওয়া যায়। অর্থাৎ, চ্যানেল ২৪ এর উপরের প্রতিবেদন ও ফটোকার্ডটি উক্ত ফেসবুক পোস্টকে ঘিরেই প্রকাশিত হয়েছে। 

অর্থাৎ, চ্যানেল ২৪-এর এই ফটোকার্ডটি ডিজিটার প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্ধৃত করে “ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা রাজাকারের বাংলাদেশ’  শীর্ষক শিরোনামে চ্যানেল ২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img