বিএনপিকে সমালোচনা করে দেওয়া শামীম ওসমানের বক্তব্যকে বিকৃতভাবে প্রচার

- Advertisement -

সম্প্রতি, “হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম” শীর্ষক একটি বক্তব্য নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

শামীম উসমান

ফেসবুক প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ‘হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম’ শীর্ষক কোনো বক্তব্য দেননি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তার পুরোনো একটি বক্তব্যের খণ্ড খণ্ড অংশ জোড়া লাগিয়ে উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটির মূল সূত্র অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক ‘কালবেলা’ এর ফেসবুক পেজে গত ১৬ সেপ্টেম্বর “প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকে গালি কোনোভাবেই মেনে নিবো না-শামীম ওসমান” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot from Facebook

ভিডিওটিতে শামীম ওসমানকে বলতে দেখা যায়, “আমাদেরকে গালি দেক, যারা আমাদেরকে মেরেছে ১৪ বছর হয়ে গেছে কাউকে ফুলের টোকা দেই নাই। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে জাতির পিতাকে নিয়ে যে অশ্লীল ভাষায় নারায়নগঞ্জে গালি দিচ্ছে আমরা এটা মেনে নিতে পারি না। সবচেয়ে সভ্য কথা যেটাকে বলে, সেটাও সবচেয়ে জঘন্য। কি বলে, হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম। বঙ্গবন্ধুর নাম শেখ মুজিবুর রহমান। আল্লাহর একটা নামের মাঝে রহমান আছে সেই রহমান। আর বললো কি? মুসলমানের বিবেকে আঘাত করলো, মুসলমানের একিনে আঘাত করলো।”

অর্থাৎ, তিনি এসব কথা বিএনপিকে কেন্দ্র করে বলছিলেন।

একইদিনে শামীম ওসমানের উক্ত বক্তব্যটি বাংলা ভিশনের ফেসবুক পেজে প্রচার করে।

গত ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান জনসমাবেশের এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Screenshot from Bangla Tribune

মূলত, গত ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এক জনসমাবেশে বক্তব্য প্রদানকালে বিএনপিকে নিয়ে সমালোচনা করে বলেন, “আমাদেরকে গালি দেক, যারা আমাদেরকে মেরেছে ১৪ বছর হয়ে গেছে কাউকে ফুলের টোকা দেই নাই। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে জাতির পিতাকে নিয়ে যে অশ্লীল ভাষায় নারায়ণগঞ্জে গালি দিচ্ছে আমরা এটা মেনে নিতে পারি না। সবচেয়ে সভ্য কথা যেটাকে বলে, সেটাও সবচেয়ে জঘন্য। কি বলে, হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম। বঙ্গবন্ধুর নাম শেখ মুজিবুর রহমান। আল্লাহর একটা নামের মাঝে রহমান আছে সেই রহমান। আর বললো কি? মুসলমানের বিবেকে আঘাত করলো, মুসলমানের একিনে আঘাত করলো।” শীর্ষক অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাদ দিয়ে শুধুমাত্র “হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম” শীর্ষক অংশটুকু বিকৃতভাবে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। যার ফলে আলোচিত ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, পূর্বে শামীম ওসমানকে নিয়ে বিভ্রান্তিকর ছবি ইন্টারনেটে প্রচার করা হলে বিষয়টি শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, বিএনপিকে সমালোচনা করে ‘হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম’ শীর্ষক শামীম ওসমানের দেওয়া বক্তব্যের খণ্ডিত অংশ কালবেলাকে উদ্ধৃত করে ইন্টারনেটে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img