ভোট প্রদানের পর শামীম ওসমানের প্রকাশ্যে ব্যালট পেপার দেখানোর ছবিটি পুরোনো

সম্প্রতি, “গোপন আর রহিলনা” শীর্ষক শিরোনামে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের হাতে নৌকা প্রতীকে সিল মারা ব্যালট পেপারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি ২০২২ সালের ১৬ জানুয়ারিতে (আজ) অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের নয় বরং ছবিটি ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সময়কালের ছবি।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ‘ঢাকা ট্রিবিউন’- এ ২০১৬ সালের ২২ই ডিসেম্বরে “Minute-by-minute: Ivy triumphs again” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot from Dhaka Tribune website

এছাড়া, অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম ‘বিডি নিউজ ২৪’ – এ একই দিনে বাংলাইংরেজি ভাষায় প্রকাশিত উভয় প্রতিবেদনে ভিন্ন ভিন্ন কোণ থেকে তোলা বেশ কিছু ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot from Bdnews24 website

মূলত, ২০১৬ সালের ২২ ডিসেম্বরে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে সেই ব্যালট পেপার সবাইকে দেখান স্থানীয় সাংসদ এ কে এম শামীম ওসমান। সেই ঘটনার ছবি-ই ২০২২ সালের চলমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শামীম ওসমানের প্রকাশ্যে ভোট দিয়ে ক্যামেরায় ব্যালট পেপার দেখানোর ঘটনাকে সে সময় নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশন কর্মকর্তারা

আরো পড়ুনঃ কাজাকিস্তানের নেতার ভাস্কর্য ভাংচুরের ছবি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর দাবিতে প্রচার

প্রসঙ্গত, ২০২২ সালের নাসিক নির্বাচনে শতভাগ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আজ বিকেলে নারায়ণগঞ্জের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে জনাব শামীম ওসমান ইভিএমে ভোট প্রদান করেন।

শামীম
Screenshot from The Daily Star website

অর্থাৎ, ২০১৬ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে সাংসদ শামীম ওসমান কর্তৃক নৌকায় সিল মারা ব্যালট পেপার প্রকাশ্যে দেখানোর ছবিকেই আজকের (১৬ জানুয়ারি) অর্থাৎ ২০২২ সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন সময়ের ছবি দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: গোপন আর রহিলনা
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Dhaka Tribune: https://archive.dhakatribune.com/bangladesh/politics/2016/12/22/voting-begins-narayanganj-city
  2. Bdnews24: https://bdnews24.com/politics/2016/12/22/shamim-votes-for-ivy-shows-his-ballot-in-narayanganj-city-election
  3. Bdnews24: https://bangla.bdnews24.com/politics/article1261198.bdnews
  4. The Daily Star: https://www.thedailystar.net/special-events/ncc-polls-2022/news/shamim-osman-casts-his-vote-2940316
  5. Sarabangla: https://sarabangla.net/post/sb-634484/

আরও পড়ুন

spot_img