সাকিবের নিজস্ব জুয়ার অ্যাপের দাবিতে সময় টিভিকে জড়িয়ে ভুয়া বিজ্ঞাপন প্রচার 

সম্প্রতি, ফেসবুকে AviaJeckpot নামে একটি পেজ থেকে মাগুরা- ১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের ফুটেজ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লোগো সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। যেখানে সাকিব আল হাসানের নিজস্ব অ্যাপ দাবিতে Crazy Time নামের একটি জুয়ার অ্যাপের বিজ্ঞাপন প্রদর্শিত হয়। 

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

জুয়ার অ্যাপে

বাংলাদেশের মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম সময় টেলিভিশনের লোগো যুক্ত করে প্রচারিত এই ভিডিওতে একজন উপস্থাপিকাকে সংবাদ পাঠ করতে দেখা যায়। সময় টেলিভিশনের লোগোর পাশে স্ক্রলে লেখা রয়েছে, “শাকিব আল হাসান বাংলাদেশে দারিদ্রতা সমাধানের জন্য নিজস্ব অ্যাপ্লিকেশন তৈরি করেছেন”। সংবাদ পাঠিকাকে এ সংক্রান্ত তথ্যই দিতে দেখা যায়। পরবর্তীতে, সাকিব আল হাসানের ভিন্ন ভিন্ন কয়েকটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। এই সব ফুটেজে তাকে অ্যাপটির প্রচারণা চালাতে দেখা গেছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাকিব আল হাসান Crazy Time নামে কোনো অ্যাপ তৈরি করেননি বরং তার পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও ব্যবহার করে উক্ত দাবি সম্বলিত ভিডিওটি তৈরি করে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওতে থাকা সংবাদ পাঠিকার ফুটেজের কিছু অংশ রিভার্স ইমেজ সার্চ ও কি ওয়ার্ড সার্চ করে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম এটিএন নিউজের গত ২১ মার্চের সংবাদের সংবাদ পাঠিকার ফুটেজের সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

Screenshot collage: Rumor Scanner

এই সংবাদে অবশ্য উক্ত পাঠিকাকে সাকিব আল হাসানকে জড়িয়ে আলোচিত অ্যাপ বিষয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। অন্যদিকে, ভিডিওটির স্ক্রলে সময় টিভির লোগো ব্যবহার করা হলেও সময় টিভির কোনো প্লাটফর্মেই এ সংক্রান্ত কোনো তথ্য মেলেনি।

এছাড়াও ভিডিওতে ব্যবহৃত সাকিবের ফুটেজগুলো কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জানা যায়, মূলত Blucheez নামের একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের কিছু অংশ প্রচারিত ভিডিওতে যুক্ত করা হয়। এই বিজ্ঞাপনটি সাকিব তার ফেসবুক পেজে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর আপলোড করেন।  

Screenshot collage: Rumor Scanner

ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা যায়

আলোচিত জুয়ার বিজ্ঞাপনটি AviaJeckpot (আর্কাইভ) নামের একটি পেজ থেকে প্রচার করা হয়েছে। পেজটি পর্যালোচনা করে দেখা যায় পেজে উল্লেখ্যযোগ্য কোনো পোস্ট নেই এবং জুয়ার ভিডিওটি বুস্ট করে প্রচার করা হচ্ছে। এছাড়াও, পেজের লোকেশনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ঠিকানা দেয়া রয়েছে। পেজের ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায় পেজটি চলতি বছরের ২৭ মে তৈরি করা হয়েছে।

Screenshot: Facebook

মূলত, সম্প্রতি ফেসবুকে AviaJeckpot নামে একটি পেজ থেকে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান Crazy Time নামে একটি অ্যাপ তৈরি করেছেন শীর্ষক দাবিতে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম সময় টিভির লোগো সম্বলিত একটি বিজ্ঞানপনমূলক ভিডিও প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, এটিএন নিউজের সংবাদ পাঠিকার ভিডিও, সাকিব আল হাসানের পুরোনো ও ভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের ফুটেজ এবং এআই দিয়ে তৈরি অডিও ও সময় টিভির লোগো ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

সুতরাং, সময় টিভি সাকিব আল হাসানের Crazy Time নামে নিজস্ব জুয়ার অ্যাপের বিজ্ঞাপন প্রচার করেছে শীর্ষক দাবিটি মিথ্যা এবং বিষয়টি স্ক্যাম ও প্রতারণা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img