সম্প্রতি “৭১ এ জামায়াত কোনো ভুল করেনি বিগত দিনগুলোতে জাতিকে ভুল ইতিহাস শিক্ষা দেওয়া হয়েছে। জামায়াত স্বাধীনতার বিরূদ্ধে ছিলোনা। জামায়াতের শীর্ষ নেতারা ৭১ এর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা জাতীয় বীর। অধ্যাপক গোলাম আযমকে বীর প্রতিক উপাধি দেওয়ার কথা থাকলেও অদৃশ্য কারণে তা দেওয়া হয়নি।” মন্তব্যটি জামায়াত আমির ড. শফিকুর রহমানের দাবিতে দৈনিক আমার দেশের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্য দাবিতে আমার দেশ পত্রিকা এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং ডা. শফিকুর রহমানও এ ধরনের কোনো মন্তব্য করেননি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ডিজাইন নকল করে ভুয়া মন্তব্য সম্বলিত আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রচারের তারিখ হিসেবে ৯ জানুয়ারি, ২০২৫ উল্লেখ করা হয়েছে। উল্লিখিত তারিখে দৈনিক আমার দেশের অফিশিয়াল ওয়েবসাইটে ও ইউটিউবে এই সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি। পরবর্তীতে, আমার দেশ পত্রিকার ফটোকার্ডগুলো যাচাই করে দেখা যায়, প্রচারিত ফটোকার্ডের সাথে আসল ফটোকার্ডের ফন্ট ও লোগোর কোনো মিল নেই। এছাড়াও, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূল ধারার কোনো গণমাধ্যমে জামায়াতের আমীরের এ ধরণের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে গত বছরের ১৯ নভেম্বর শফিকুর রহমান যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেন, একাত্তরে জামায়াত কোনো ভুল করলে, সেটি যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন।
একই অনুষ্ঠানে ২০২৪-এর গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান জামায়াতের আমির।
সুতরাং, জামায়াত শীর্ষ নেতারা যুদ্ধে অংশ নেয়া জাতীয় বীর শীর্ষক মন্তব্য করেছেন দলটির আমীর দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।