সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী শবনম ফারিয়ার নামে একটি ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। ওই স্ক্রিনশটের মাধ্যমে দাবি করা হচ্ছে, ফারিয়া তার ফেসবুক পেজে ছাত্র-জনতার আন্দোলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মতপ্রকাশের স্বাধীনতার সংকটে হতাশা প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছেন এবং পরে সেই পোস্টটি সরিয়ে নিয়েছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শবনম ফারিয়া এ ধরনের কোনো পোস্ট দেননি বরং তার নামে একটি ভুয়া স্ক্রিনশট তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে।
অনুসন্ধানে এই দাবির পক্ষে সামাজিক মাধ্যমে মাত্র একটি স্ক্রিনশটই পাওয়া যাচ্ছে, যেখানে দেখা যায়, পোস্টটি করার ৬ মিনিটের মধ্যেই ৩৩৪টি রিয়্যাকশন, ৪৯টি মন্তব্য ও ৭টি শেয়ার হয়েছে। ফারিয়ার মতো জনপ্রিয় ব্যক্তিত্বের ফেসবুক পেজে (যার ফলোয়ার সংখ্যা প্রায় ২২ লাখ) কোনো পোস্ট এত দ্রুত সরিয়ে নিলেও আরও বহু স্ক্রিনশট ছড়িয়ে পড়ার কথা। অথচ কেবল একটি স্ক্রিনশটই সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যার ফলে স্ক্রিনশটটি ভুয়া বলে প্রতীয়মান হয়।
এ বিষয়ে শবনম ফারিয়া জানিয়েছেন, তিনি গত তিনদিন ধরে জ্বরে ভুগছেন এবং কোনো স্ট্যাটাস পোস্ট করেননি। ভাইরাল হওয়া স্ক্রিনশটটি এডিটেড এবং এর সাথে তার কোনো সম্পর্ক নেই।

এছাড়া, এ ধরনের ভুয়া স্ক্রিনশট তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর ঘটনা নতুন নয়। এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রিনশট বিকৃত করে অপপ্রচার চালানোর ঘটনা ঘটেছে। যেমন, গত ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ক্রিনশট ছড়িয়ে দাবি করা হয়েছিল যে, আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে নেতাকর্মীদের ফোনের ওয়ালপেপারে ড. ইউনূসের ছবি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই স্ক্রিনশটটিও রিউমর স্ক্যানারের অনুসন্ধানে ভুয়া প্রমাণিত হয়। এ ছাড়া, পূর্বে ড. ইউনূস ও অধ্যাপক আসিফ নজরুলকে নিয়েও একই ধরনের ভুয়া স্ক্রিনশট ব্যবহার করে অপপ্রচার চালানো হয়েছিল।
সুতরাং, শবনম ফারিয়ার নামে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে ছড়ানো ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Sabnam Faria: Facebook Post.
হালনাগাদ/ Update
২২ নভেম্বর, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে একই দাবি সম্বলিত একাধিক ফেসবুক পোস্ট আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত পোস্টগুলোতে প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।