বুধবার, সেপ্টেম্বর 27, 2023
spot_img

সেফুদার একাত্তর টিভির টকশোতে যাওয়ার দাবিটি মিথ্যা 

সম্প্রতি ‘নতুন করে চটে গেলেন সেফুদা। ৭১ টিভিতে সেফুদার সাক্ষাৎকার’ শীর্ষক শিরোনামে ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

একই দাবিতে প্রচারিত ইউটিউব ভিডিও দেখুন এখানে এবং এখানে
আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেফাত উল্লাহ ওরফে সেফুদা কখনো একাত্তর টিভির টকশোতে যাননি বরং একাত্তর টিভিতে প্রচারিত একটি অনুষ্ঠানের ভিডিওতে সিফাত উল্লাহ’র অন্য একটি ভিডিও সংযুক্ত করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ভিডিওটি তৈরি করে একাত্তর টিভিতে সেফুদার সাক্ষাৎকারের দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Sefat Ullah Sefuda নামের সেফুদার ইউটিউব চ্যানেলে ‘আরাভ এত বড় হলো কিভাবে’ শীর্ষক শিরোনামে গত ২৭ মার্চ প্রকাশিত ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও(আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

Screenshot source: YouTube

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় সেখানে সেফুদা দুবাইয়ে অবস্থানকারী আলোচিত স্বর্ণব্যবসায়ী আরাভ খানের বিষয়ে বলছেন। ভিডিওতে তাকে উত্তেজিত হয়ে কিছু অশালীন বাক্য ব্যবহার করতে শোনা যায়। ভিডিওটির ফ্রেম পর্যবেক্ষণ করলে বোঝা যায় এটি একটি ফেসবুক লাইভ ভিডিও। 

রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে একাত্তর টিভিতে সেফুদার সাক্ষাৎকার দাবিতে প্রচারিত ভিডিওর সাথে উক্ত ভিডিওতে সেফুদার কথোপকথনের হুবহু মিল পাওয়া যায়। এছাড়াও ভিডিও দুটির ডিউরেশনও প্রায় একই (১ মিনিট ১৪ সেকেন্ড এবং ১ মিনিট ১৬ সেকেন্ড)। এমনকি ভিডিও দুটি প্রচারের সময়ও একদিন আগে পরে। সেফুদার লাইভ ভিডিওটি ২৭ মার্চ ইউটিউবে প্রচারিত হয়েছিল এবং দাবিকৃত ভিডিওটি তার একদিন পর অর্থাৎ ২৮ মার্চ প্রচার করা হয়েছে। এতে বোঝা যায়, সেফুদার ভিডিওটি ইউটিউব থেকে সংগ্রহ করে সেখানে একাত্তর টিভির অন্য একটি অনুষ্ঠানের ভিডিও’র সাথে যুক্ত করে প্রচার করা হয়েছে। 

পরবর্তীতে একাত্তর জার্নালের ফেসবুক পেজে গত ২২ মার্চ প্রকাশিত একটি ভিডিওর ফুটেজের সাথে আলোচিত ভিডিওতে মিথিলা ফারজানার অংশের ফুটেজটির মিল খুঁজে পাওয়া যায়। 

Screenshot source: Facebook 

অর্থাৎ, গত ২২ মার্চের একাত্তর জার্নালের একটি অংশের ফুটেজের সাথে সেফুদার ২৭ মার্চের একটি ভিডিও জুড়ে দিয়ে আলোচিত ভিডিওটি ছড়ানো হয়েছে। 

এছাড়াও একাত্তর জার্নাল তাদের ফেসবুক পেজে একটি ভিডিও‘র মাধ্যমে জানান, একাত্তর জার্নালের একটি ভিডিও’র কিছু অংশ এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সেফু দা’ নামে পরিচিতি এক ব্যক্তিকে বসিয়ে দেয়া হয়েছে। এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। একাত্তর জার্নাল এই নামে কোনও ব্যক্তিকে কখনও আমন্ত্রণ জানায়নি। সেখানে দর্শকদের ভিডিওটির ব্যাপারে সতর্ক থাকারও অনুরোধ জানানো হয়।

Screenshot source: Facebook

এছাড়াও একাত্তর জার্নালের সঞ্চালক মিথিলা ফারজানা তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টেও আলোচিত ভিডিওটি নিয়ে একটি পোস্ট দেন।

Screenshot source: Facebook

পোস্টে বলা হয়, ‘সকলের অবগতির জন্য জানাচ্ছি যে এই ভদ্রলোকের সাথে ৭১ টিভির বা অন্য কোথাও কোন অনুষ্ঠানে ভার্চুয়ালি বা বাস্তবে কখনো আমার কোনো আলাপ হয়নি। এটি একটি ফেইক/ এডিট করা ভিডিও। দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না।’

অর্থাৎ, উপরোক্ত ভিডিও যাচাই, তথ্য উপাত্ত পর্যালোচনা এবং এ বিষয়ে একাত্তর জার্নাল এবং সঞ্চালক মিথিলা ফারজানার সতর্কতামূলক পোস্ট পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, প্রচারিত ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ভুয়া ভিডিও। 

মূলত, বিভিন্ন ঘটনায় আলোচিত ও বিতর্কিত সেফাত উল্লাহ ওরফে সেফুদা নামের এক ব্যক্তি সম্প্রতি একাত্তর টিভি’র টকশোতে গিয়েছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে ওই নামের ব্যক্তিকে একাত্তর টিভি কখনো তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি। গত ২২ মার্চের একাত্তর জার্নালের একটি অংশের ফুটেজের সাথে সেফুদার ২৭ মার্চের একটি ভিডিও জুড়ে দিয়ে আলোচিত ভিডিওটি প্রচারিত হয়।

সুতরাং, সিফাত উল্লাহ ওরফে সেফুদা একাত্তর টিভি’র অনুষ্ঠানে অংশ নিয়েছেন দাবি করে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img