ভারতের সড়ক দুর্ঘটনার দৃশ্যকে বাংলাদেশে সমন্বয়ক কর্তৃক গাড়ি চাপায় মানুষ নিহতের ঘটনা দাবিতে প্রচার 

সম্প্রতি, গভীর রাতে মদ্যপান অবস্থায় সমন্বয়কের গাড়ি চাপায় চারজন নিহতের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গভীর রাতে মদ্যপান অবস্থায় সমন্বয়কের গাড়ি চাপায় চারজন নিহতের দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, প্রচারিত ভিডিওটি ভারতের রাজস্থান জেলার জয়পুরের। 

অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর ফেসবুক পেজে গত ০৮ এপ্রিল প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত পোস্ট থেকে জানা যায়, গত ০৭ এপ্রিল জয়পুরে দ্রুতগামী একটি গাড়ি কয়েকজনকে ধাক্কা দেয়। এতে তিনজন নিহত হন গবং ছয়জন গুরুতর আহত হয়। উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ এটি। 

উক্ত পোস্টের কমেন্ট সেকশনে থাকা প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৭ এপ্রিল রাতে ভারতের রাজস্থান জেলার জয়পুরের নাহারগড় এলাকায় একটি দ্রুতগামী এসইউভি বেশ কয়েকজনকে ধাক্কা দেয়৷ এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং ছয়জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নাহারগড় এলাকায়, সন্তোষী মাতার মন্দিরের কাছে। পুলিশ কর্মকর্তারা গাড়িটি জব্দ করেছেন এবং চালককেও গ্রেপ্তার করেছেন।

অর্থাৎ, গাড়ি ধাক্কা দেওয়ার দৃশ্যটি বাংলাদেশের নয়। 

সুতরাং, গত ০৭ এপ্রিল ভারতের রাজস্থানে একটি দ্রুতগামী এসইউডি গাড়ি ধাক্কা দেওয়ার দৃশ্যকে বাংলাদেশে মদ্যপান অবস্থায় সমন্বয়কের গাড়ি চালানোর দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img