সম্প্রতি, “একটি মানবিক আবেদন। রাব্বি, ছেলেটির বয়স মাএ ২ বছর খেলতে গিয়ে চোখে লাঠিম পড়েছে।…. তার চোখের অপারেশন করতে আরও ৭০/৮০ হাজার টাকার প্রয়োজন।” শীর্ষক শিরোনামে কিছু ছবি সংযুক্ত করে রাব্বি নামের এক শিশুর জন্য মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাব্বি নামে প্রচারিত আর্থিক সহায়তার আবেদনটি সত্য হলেও এটি প্রায় ১৫ মাস পুরোনো তথ্য এবং এতে উল্লিখিত বিকাশ নাম্বারটি রাব্বির চিকিৎসার আর্থিক সাহায্য পাঠানোর জন্য প্রকৃত নাম্বার নয় বরং রাব্বির জন্য সহায়তা পাঠানোর মূল বিকাশ নাম্বার এবং ঠিকানা পরিবর্তন করে প্রতারণার উদ্দেশ্যে সাম্প্রতিক পোস্টে নতুন বিকাশ নাম্বার সংযুক্ত করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ‘Sharowar Hossain’ নামের একটি ফেসবুক আইডি হতে ২০২০ সালের ৩ নভেম্বরে “শিশু রাব্বির জন্য আর্থিক সহায়তার আবেদন” শীর্ষক প্রচারিত একটি পোস্টে একই ছবিগুলো খুঁজে পাওয়া যায়। তবে ঐ পোস্টে কোনো বিকাশ নাম্বার সংযুক্ত না থাকলেও সেখানে প্রয়োজনে যোগাযোগ এর জন্য একটি নাম্বার সংযুক্ত ছিলো।
পরবর্তিতে ‘Nizam Uddin নিজাম উদ্দিন’ নামের একটি ফেসবুক পেজে ২০২০ সালের ৫ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও এবং ৮ নভেম্বর রাব্বি ও এবং তার বাবা জাহাঙ্গীর সমেত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। সেই ভিডিও এবং লাইভে শিশুটির বাবা আর্থিক সহযোগিতার আহবান জানান। তাদের লাইভে বিকাশ ও নগদ নাম্বার হিসেবে 01647540076 নাম্বারটি সংযুক্ত ছিল।
বিষয়টি অধিক নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানার টিম, উক্ত পেজের লাইভে সংযুক্ত নাম্বারে এবং পেজটিতে যোগাযোগ করলে তারা জানায়, ‘রাব্বি ২০২০ সালেই মারা যায় এবং নতুন ভাবে আর্থিক সহায়তা চাওয়া পোস্টগুলো তাদের নয়।‘
তবে, সাম্প্রতিক সময়ে রাব্বির চিকিৎসার তথ্য ও ছবি ব্যবহার করে কেবলমাত্র বিকাশ ও নগদ নাম্বার পরিবর্তন করে কিছু ফেসবুক আইডি ও পেজ হতে রাব্বির জন্য আর্থিক সহায়তা প্রয়োজন দাবিতে সামাজিক মাধ্যমে একটি তথ্য প্রচার করা হচ্ছে।
এছাড়া, আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টে উল্লিখিত বিকাশ ও নগদ (01632809605, 01785534074) নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
সুতরাং, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে প্রায় ১৫ মাস পূর্বে রোগাক্রান্ত শিশু রাব্বির জন্য করা আর্থিক সহায়তার আবেদনমূলক পোস্টের প্রকৃত বিকাশ নাম্বার পরিবর্তন করে নতুন বিকাশ ও নগদ নাম্বার সংযুক্ত করে রাব্বির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: রাব্বি, ছেলেটির বয়স মাএ ২ বছর খেলতে গিয়ে চোখে লাঠিম পড়েছে
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Sharowar Hossain Facebook: https://www.facebook.com/100009049416129/posts/2630475257264096
- Nizam Uddin নিজাম উদ্দিন Facebook: https://www.facebook.com/nizamuddin53/videos/1092417627881577
- Nizam Uddin নিজাম উদ্দিন Facebook: https://www.facebook.com/nizamuddin53/videos/397442114774254
- Nizam Uddin নিজাম উদ্দিন Facebook: https://www.facebook.com/nizamuddin53/posts/175541850846560