নারীদের পোশাক নিয়ে সারজিস আলমের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ‘যে কোনো প্রতিষ্ঠানে নারীদের অবশ্যই শালীন পোশাক পরিধান করতে হবে। কোনো অশালীন পোশাকে অশ্লীলতার ঠাঁই নেই এদেশে।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক সারজিস আলম নারীদের পোশাক নিয়ে ফেসবুকে এমন কোনো পোস্ট করেননি বরং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে সারজিস আলমের নাম ব্যবহার করে আলোচিত তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে Sarjis Alam এর পোস্টের (আর্কাইভ) বিষয়ে জানার চেষ্টা করে রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে আলোচ্য ফেসবুক পোস্ট করা অ্যাকাউন্টটি সারজিস আলমের আসল অ্যাকাউন্ট নয় বলে প্রতীয়মান হয়। অনুসন্ধানে সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্টে এমন কোন ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়নি। উক্ত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সারজিস আলম গত ৬ আগস্ট লাইভে এসে তার আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থাকার তথ্য নিশ্চিত করেছেন।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে পরিচালিত একটি ফেইক পেজে একই দাবিতে করা একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook

সুতরাং, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ‘যে কোনো প্রতিষ্ঠানে নারীদের অবশ্যই শালীন পোশাক পরিধান করতে হবে। কোনো অশালীন পোশাকে অশ্লীলতার ঠাঁই নেই এদেশে।’ শীর্ষক তথ্য ফেসবুকে পোস্ট করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img