সম্প্রতি, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম হিন্দুদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন দাবিতে তার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে সারজিসকে বলতে শোনা যায়, “হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভুতি থাকবে না, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চায় আমরা অনেক সহ্য করেছি।”

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সারজিস আলম “হিন্দুদেরকে প্রতিহত করা প্রসঙ্গে মন্তব্য করেননি বরং উগ্র হিন্দুদের প্রতিহত করা প্রসঙ্গে দেওয়া বক্তব্যকে সম্পাদনা করে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৭ নভেম্বর প্রকাশিত ‘চোখের জলে শেষ বিদায় জানানো হলে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে’ শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

ভিডিওতে সারজিস আলমকে বলতে শোনা যায়, “উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা অনেক সহ্য করেছি।”
অন্যান্য গণমাধ্যমেও তার এই বক্তব্যের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
অর্থাৎ চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় সারজিস আলমের উগ্র হিন্দুদেরকে প্রতিহত করার ঘোষনাকে ইন্টারনেটে হিন্দুদেরকে প্রতিহত করার ঘোষনা দাবিতে প্রচারিত হচ্ছে। এখানে মূলত ভিডিওতে সারজিস কর্তৃক উচ্চারিত উগ্র শব্দের অংশটি কেটে দিয়ে বিভ্রান্তির উদ্দেশ্যে সম্পাদিত ভিডিও প্রচার করা হয়েছে।
সুতরাং, সারজিস আলমের হিন্দুদেরকে প্রতিহত করার ঘোষনা দিয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।