সম্প্রতি, “বাংলাদেশ সেনাবাহিনীর উপরে জাতিসংঘের নিষেধাজ্ঞা” শিরোনামে একটি দাবি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
প্রতিবেদন প্রকাশ অবধি আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি প্রায় ৩ লক্ষ বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাবাহিনীর উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের দাবিটি সঠিক নয় বরং, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে, জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীকে নিষেধাজ্ঞার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বরং আলোচিত দাবির ভিডিওতে অপ্রাসঙ্গিকভাবে ভারতীয় একটি হিন্দি সিনেমার মিউজিক জুড়ে দেওয়া হয়েছে।
জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পর্যবেক্ষণ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি এমন কোনো নিষেধাজ্ঞার অস্তিত্ব পাওয়া যায়নি।
এছাড়া, জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা জারি করলে তা অবশ্যই দেশিয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ঢালাওভাবে প্রচার হতো। তবে গণমাধ্যমে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।
উল্লেখ্য, অতীতে বিভিন্ন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে দাবিতে ইন্টারনেটে ভুয়া তথ্য প্রচার করা হয়। সেসব বিষয়ে একাধিক ফ্যাক্টচেক (১, ২, ৩) প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে নিষেধাজ্ঞা দিয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- United Nations: Official Website
- United Nations: X Account
- United Nations: Instagram Account
- United Nations: YouTube Channel
- Rumor Scanner’s Previous Fact Check