বিসিবিকে সাকিবের অগ্রীম ৭৫ লাখ টাকা জরিমানার প্রস্তাব দেওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি, “ভেঙ্গে ভেঙ্গে জরিমানা না দিয়ে উভয় পক্ষের সময় বাচাতে বিসিবিকে ২০২২ সালের জন্য আগাম ৭৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার প্রস্তাব দিয়েছে সাকিব, বছর শেষে এরচেয়ে কম জরিমানা উঠলেও টাকা ফেরত নিবেন না এবং বিসিবি কর্মকর্তাদের উন্নয়ন ফান্ডের জন্য দিয়ে দিবেন এই শর্তে যে বারে বারে কোন নিয়ম ভঙ্গের নামে তাকে জিজ্ঞাসাবাদ বা বিরক্ত করা যাবে না” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ক্রিকেটীয় আইন ভঙ্গের কারণে সাকিবকে জিজ্ঞাসাবাদ/বিরক্ত না করার শর্তে সাকিবের ২০২২ সালের জন্য বিসিবিকে অগ্রীম ৭৫ লাখ টাকা দেয়ার প্রস্তাবের তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই বিষয়টি মূলত তথ্যসূত্রহীনভাবে একটি স্যাটায়ার ফেসবুক পেজে প্রথম প্রকাশ করা হয়েছিলো।

গুজবের সূত্রপাত

সামাজিক মাধ্যম ফেসবুকের নিজস্ব মনিটরিং টুলসের সহায়তায় দেখা যায়, ‘Bangladesh Cricket Center’ নামের একটি ফেসবুক পেজে গত ২১শে ফেব্রুয়ারি সকাল ১১:৩৭ মিনিটে সাকিব আল হাসানের একটি ছবি সংযুক্ত করে সূত্রহীনভাবে সর্বপ্রথম আলোচিত দাবিটি প্রকাশ করা হয়।

Screenshot from Bangladesh Cricket Center Facebook Page

পরবর্তীতে এই তথ্যটি ঐ পেজটিকে সূত্র উল্লেখ করে দ্রুতই সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ফলে বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

বিভ্রান্তির কিছু নমুনা

Screenshot from Facebook Post comment

তথ্যসূত্রের নির্ভরযোগ্যতা যাচাই

আলোচিত তথ্যটি প্রথম প্রচারকারী ‘Bangladesh Cricket Center’ নামের পেজটির নির্ভরযোগ্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, উক্ত পেজটি একটি স্যাটায়ার/প্যারোডি ধারার ফেসবুক পেজ। পেজটির About সেকশনে তারা উল্লেখ করেছে যে তারা সিরিয়াস এবং স্যাটায়ার দুই ধরণের কনটেন্ট প্রকাশ করে থাকে। তাদের পেজেও স্যাটায়ার এবং সিরিয়াস দুই ধরণের পোস্টই খুঁজে পাওয়া যায়। অর্থাৎ পেজটি নির্ভরযোগ্য তথ্যের কোনো উৎস নয়।

Screenshot from Bangladesh Cricket Center Facebook Page

অন্যদিকে উক্ত পেজ থেকে সাকিব কর্তৃক বিসিবিকে ২০২২ সালের জন্য আগাম ৭৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার প্রস্তাবের তথ্যটি পোস্ট করার পূর্বে গত ১৯ শে ফেব্রুয়ারি একই পেজে প্রকাশিত প্রাসঙ্গিক আরেকটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে পেজটিতে পূর্বে সাকিবকে বিসিবি কর্তৃক বিভিন্ন সময়ে জরিমানা করার বিষয়টিকে ব্যাঙ্গ করে পোস্ট করা হয়েছিলো এবং সেখানে সাকিবের থেকে প্রাপ্ত টাকাকে বিসিবির সেরা পাঁচ আয়ের একটি উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে।

Screenshot from Bangladesh Cricket Center Facebook Page

তবে সাকিবকে করা জরিমানার অর্থ বিসিবির সেরা পাঁচ আয়ের একটি কিনা এই বিষয়টিরও কোন সত্যতা পাওয়া যায় নি। অনুসন্ধানে জানা যায়, বিসিবি ( বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এর আয়ের মূল উৎসগুলো হলো আইসিসি, টেলিভিশন স্বত্বাধীকার, ডিজিটাল রাইটস, টিম স্পন্সর, বিভিন্ন টুর্নামেন্টের স্পন্সর, স্টেডিয়ামের ভেতরে দেয়াল, গ্যালারি, সাইটস্ক্রিন, বাউন্ডারি সীমানায় বিজ্ঞাপন থেকে আসা আয়, ইত্যাদি।

Also Read: ক্রিকেটার মৃত্যুঞ্জয়কে কোরআনের হাফেজ দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা

মূলত, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে বিভিন্ন সময়ে ক্রিকেট আইন ভঙ্গ, অসদাচারণ এর জন্য শাস্তি ও জরিমানা করার বিষয়টি ব্যাঙ্গ করতে গিয়েই ‘Bangladesh Cricket Center’ নামের পেজটি থেকে বিসিবিকে ২০২২ সালের জন্য অগ্রীম ৭৫ লাখ টাকা দেয়ার প্রস্তাব শীর্ষক দাবিটি পোস্ট করা হয়েছে বলে রিউমর স্ক্যানার টিমের বিশ্লেষণে প্রতীয়মান হয়। তবে তথ্যটি কপি-পেস্ট হয়ে বিভিন্ন গ্রুপ- পেজে ব্যাপকভাবে প্রচার হওয়ার ফলে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, গণমাধ্যমে সাকিব আল হাসানকে নিয়ে করা গত এক সপ্তাহের সংবাদগুলো পর্যালেচনা করে ২০২২ সালের জন্য বিসিবিকে অগ্রীম ৭৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাব সংক্রান্ত কোন সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায় নি।

সাকিব
Screenhshot from Google

সুতরাং, ক্রিকেটীয় আইন ভঙ্গের কারণে সাকিবকে জিজ্ঞাসাবাদ/বিরক্ত না করার শর্তে সাকিব কর্তৃক ২০২২ সালের জন্য বিসিবিকে অগ্রীম ৭৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাব শীর্ষক তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ভেঙ্গে ভেঙ্গে জরিমানা না দিয়ে উভয় পক্ষের সময় বাচাতে বিসিবিকে ২০২২ সালের জন্য আগাম ৭৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার প্রস্তাব দিয়েছে সাকিব
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Bangladesh Cricket Center: https://www.facebook.com/902415493266904/posts/2189248817916892/
  2. Bangladesh Cricket Center: https://www.facebook.com/902415493266904/posts/2187839178057856/
  3. Jugantor: https://www.jugantor.com/sports/235991/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%86%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%95%E0%A7%80
  4. Google News

আরও পড়ুন

spot_img