ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীর মুসলিম হওয়ার খবরটি মিথ্যা

সম্প্রতি, “সিনেমা জগৎ কে বিদায়, নিজ ধর্ম পরিবর্তন করে মুসলমান হলেন তামিল সুপার হিট নায়িকা, সাই পল্লবী” শীর্ষক শিরোনামে একটি সংবাদ কিছু ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাই পল্লবীর মুসলমান হওয়ার সংবাদটি সত্য নয় বরং কিছু ভুইফোঁড় অনলাইন পোর্টালে কোন সূত্র ছাড়াই তথ্যটি প্রকাশ করা হয়েছে।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, ২০২২ সালের ০২ জানুয়ারি জাগো নিউজ ২৪ – এ “বোরকা পরে সিনেমা হলে সাই পল্লবী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from Jagonews24 website

জাগো নিউজ ২৪ – এ প্রকাশিত প্রতিবেদনটির শুধুমাত্র শিরোনাম পরিবর্তন করে প্রতিবেদনের বাকি লেখা হুবহু কপি করে বিভিন্ন বেনামী অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমেই সাই পল্লবীর মুসলিম হওয়ার বানোয়াট তথ্যটি প্রচার করা হচ্ছে।

এছাড়া, বেনামী পোর্টালগুলোতে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামে সাই পল্লবী মুসলমান হয়েছেন দাবি করলেও সংবাদের বিস্তারিত অংশে সে সম্পর্কিত কোন তথ্য নেই। বরং সেখানে শুধুমাত্র সাই পল্লবীর বোরকা পরিহিত অবস্থায় সিনেমা হলে যাওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।

আরো পড়ুনঃ অভিনেত্রী সাহারাকে নিয়ে প্রচারিত খবরটি তিন বছর পুরোনো

মূলত, ২০২১ সালের ২৪ ডিসেম্বরে মুক্তি পায় সাই পল্লবীর সিনেমা শ্যাম সিংহ রায়। সেই সিনেমা দর্শক সারিতে বসে দর্শকদের সাথে উপভোগ করার জন্য বোরকা পরিধান করে হলে যান তিনি। পরবর্তীতে তার বোরকা পরিধান করে হলে যাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বিষয়টি নিয়ে ভারতীয় এবং দেশীয় একাধিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে।

পল্লবী
Screenshot from India Today website

উল্লেখ্য, সাই পল্লবীর মুসলাম হওয়া এবং সিনেমা জগৎ কে বিদায় জানানো নিয়ে ভারতীয় কোন গণমাধ্যমে কোন তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীর বোরকা পরে হলে যাওয়ার খবরকে শিরোনাম পরিবর্তন করে পল্লবীর ধর্মান্তরের দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: নিজ ধর্ম পরিবর্তন করে মুসলমান হলেন তামিল সুপার হিট নায়িকা, সাই পল্লবী
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Jagonews24: https://www.jagonews24.com/entertainment/bollywood/728347
  2. India Today: https://www.indiatoday.in/movies/regional-cinema/story/sai-pallavi-wears-burqa-watches-shyam-singha-roy-in-theatres-with-her-fans-video-surfaces-1894142-2021-12-30

আরও পড়ুন

spot_img