ড. ইউনূসের জাতিসংঘের অধিবেশনে যোগদানের বিষয়ে রাশিয়া বিরোধিতা করেছে দাবিতে গুজব প্রচার 

গত ১০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৭৯তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে। আগামী ২২-২৭ সেপ্টেম্বর এই অধিবেশনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই প্রেক্ষিতে, রাশিয়া ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের বিরোধিতা করছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আইর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূসের যোগদানের বিষয়ে রাশিয়ার বিরোধিতা করার তথ্যটি সত্য নয় বরং কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূসের যোগদানের বিষয়ে রাশিয়ার বিরোধিতা করার দাবিতে প্রচারিত পোস্ট ও ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। উক্ত পোস্টে রাশিয়ার একটি পত্রিকার সূত্রে বলা হয়, বাংলাদেশের বিতর্কিত রাজনৈতিক অবস্থার কারণে রাশিয়া ড. মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘে অংশগ্রহণে বাধা দিয়েছে এবং রাশিয়ার এই সিদ্ধান্তকে চীন ও ভারতের সমর্থন দেওয়ারও কথা বলা হয়।

লক্ষ্য করা যায়, উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলোতে রাশিয়ার কোন গণমাধ্যম এই  সংবাদ প্রকাশ করেছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। কোনো গণমাধ্যমের নামও উল্লেখ করা হয়নি।।

এই বিষয়টি নিশ্চিত হতে আমরা ইংরেজি ও রুশ ভাষায় প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে রাশিয়ার গণমাধ্যমগুলোতে এমন তথ্যের খোঁজ করি। কিন্তু অনুসন্ধানে এমন তথ্য জানিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। পাশাপাশি দেশিয় এবং আন্তর্জাতিক অন্যান্য গণমাধ্যমেও এমন কোন সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

অনুসন্ধানে বাংলাদেশে অবস্থিত রাশিয়ার দূতাবাসের ওয়েবসাইটে গত ২৭ আগস্ট “Russian Ambassador Alexander Mantytskiy meets Chief Adviser Muhammad Yunus” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৭ আগস্ট রাশিয়ার বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিৎস্কি ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এছাড়া ২৭ আগস্ট ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এর আগে রাশিয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসকে অভিনন্দন জানায়। একইসঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি, সাংস্কৃতিক ও মানবিক সহায়তা বিনিময় জোরদার করতে সরকারি পর্যায়ে গঠনমূলক যৌথ কাজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দেশটি। ড. ইউনূসকে পাঠানো এক অভিনন্দন বার্তায় রুশ ফেডারেশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেন, “এটি সম্পূর্ণভাবে রাশিয়ান ফেডারেশন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বার্থ সম্পূর্ণভাবে পূরণ করে।”

এছাড়া গত ২৯ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং সাইবার সিকিউরিটি ও ফরেনসিক ল্যাবের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি সহ নানা বিষয়ে আলোকপাত করা হয়।

অর্থাৎ, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি মতামত এবং রাশিয়ার অভিনন্দন বার্তার ভিত্তিতে এটা নিশ্চিত যে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের সাথে রাশিয়ার ভালো সম্পর্ক বিদ্যমান। এছাড়া জাতিসংঘের অধিবেশনে ড. ইউনূসের অংশগ্রহণ নিয়ে রাশিয়ার কোনো আপত্তির কথা বিশ্বস্ত কোনো সূত্রেও পাওয়া যায়নি।

সুতরাং, রাশিয়া ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের বিরোধিতা করছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img