সম্প্রতি,“রাশিয়ার অনেক সেনারা নিহত হয়ে পড়ে আছে আবার অনেকে আহত আল্লহ তুমি সবাইকে হেফাজত করো আমিন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।
টিকটক প্রচারিত ভিডিওটি দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি রাশিয়ান সেনাদের নিহত/আহত অবস্থায় পড়ে থাকার নয় বরং এটি ২০১৬ সালের ফ্রান্সের স্পেশাল ফোর্সের প্রশিক্ষন এর একটি ভিডিও।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে, আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘AFP এর ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ২০ ডিসেম্বরে “France: emergency doctors like no other – France : des urgentistes pas comme les autres | AFP Reportage” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর সঙ্গে টিকটকের আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০১৬ সালের ২০ ডিসেম্বরে ফ্রান্সের মরবিহানে অবস্থিত স্কুল অব ম্যারিন অব লরিয়েন্ট এ স্পেশাল ফোর্সের প্রশিক্ষণের একটি ভিডিও AFP তাদের ইউটিউব চ্যানেলে প্রচার করে। সেই ভিডিওটিকেই বর্তমানে রাশিয়ার সেনাদের নিহত/আহত হয়ে পড়ে থাকার চিত্র দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
অর্থাৎ, ২০১৬ সালে প্রকাশিত ফ্রান্সের স্পেশাল ফোর্সের প্রশিক্ষণের একটি পুরোনো ভিডিও সাম্প্রতিক সময়ে রাশিয়ার সেনাদের নিহত-আহত হওয়ার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে টিকটকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: রাশিয়ার অনেক সেনারা নিহত হয়ে পড়ে আছে আবার অনেকে আহত
- Claimed By: TikTok users
- Fact Check: False
[/su_box]