সম্প্রতি, “কিয়েভ শহরে নতুন কৌশলে আক্রমন শুরু করছে রুশ সেনারা” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।
টিকটকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি ইউক্রেন-রাশিয়া সংঘাতকালীন সময়ের নয় বরং এটি ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরে ট্যাঙ্কার বিস্ফোরণের পুরোনো ভিডিও।
ভিডিওটির কিছু স্থির চিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘23 ABC News | KERO’ নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ২৪ মে “Tanker blows up, killing driver in Fresno, California” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর সাথে টিকটকের আলোচিত ভিডিওটির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরের সাউথবাউন্ড হাইওয়ে ৯৯ ওয়েস্টসাইড বুলেভার্ডে একটি ট্যাঙ্কার ট্রাক উল্টে বিস্ফোরিত হয়। উক্ত অগ্নিকান্ডের ভিডিওকেই সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতের দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করে হচ্ছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরে একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরনের পুরোনো ভিডিওকে বর্তমানে কিয়েভ শহরে রুশ সেনাদের আক্রমনের দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যম টিকটক প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: কিয়েভ শহরে নতুন কৌশলে আক্রমন শুরু করছে রুশ সেনারা
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- 23 ABC News | KERO: https://www.youtube.com/watch?v=-_KqiHzVMqg