রাশিয়াকে ঋণ পরিশোধে পাকিস্তানের অস্বীকৃতি জানানোর দাবিটি মিথ্যা

সম্প্রতি, “রাশিয়া-ইউক্রেইন যুদ্ধে আর কারো লাভ না হোক পাকিস্তানের লাভ হইছে ষোল আনা! এই যুদ্ধে এমেরিকা ইউরোপীয় ইনিয়ন যেখানে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে পাকিস্তান সেখানে চামে চামে তাদের কাছে রাশিয়ার যে কোটি কোটি ডলার ঋণ আছে তা না শোধ করার সিদ্ধান্ত নিয়েছে!” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাশিয়াকে ঋণ পরিশোধে অস্বীকৃতি কিংবা পাকিস্থান কর্তৃক রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয়নি বরং উক্ত দাবিতে প্রচারিত তথ্যটি একটি ব্যঙ্গাত্মক(Satire) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, The Fauxy নামের একটি ওয়েবসাইটে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারিতে “Pakistan Imposes Economic Sanctions On Russia, Refuses To Repay Loans” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে রাশিয়াকে ঋণ পরিশোধে পাকিস্তানের অস্বীকৃতি সংক্রান্ত তথ্য খুঁজে পাওয়া যায়।(S 1)যেখানে উল্লেখ করা হয়েছে “রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে করা এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়ার ইউক্রেন আক্রমণের ঘটনাকে নিন্দা জানিয়েছেন এবং রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। পাকিস্তান রাশিয়ার ওপর কোন ধরণের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে তা জানতে চাইলে ইমরান খান গণমাধ্যমকে জানান রাশিয়ার নিকট পাকিস্তানের ঋণের দেনা বাবদ যে ১ বিলিয়ন ডলার রয়েছে তা পাকিস্তান এখন শোধ করবে না।”

Screenshot The Fauxy Website

অনুসন্ধানের মাধ্যমে দেখা যায়, The Fauxy নামের ওয়েবসাইটটি একটি ব্যঙ্গাত্মক (Satire) ও বিনোদনমূলক ওয়েবসাইট। ওয়েবসাইটটি মূলত বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক ও বিনোদনমূলক প্রতিবেদন প্রকাশ করে থাকে। তারা তাদের ফেসবুক পেজের ক্যাটাগরিতে নিজেদের ওয়েবসাইটকে Satire এবং Parody ওয়েবসাইট হিসেবে উল্লেখ করেছে এবং তাদের About us সেকশনে ডিসক্লেইমার দিয়ে জানানো রয়েছে, “The Fauxy একটি বিনোদনমূলক পোর্টাল। এই ওয়েবসাইটের বিষয়বস্তু সম্পূর্ণরূপে বিনোদনের উদ্দেশ্যে প্রচারিত হয় এবং এই সাইটে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রকৃত এবং সত্য মনে করে বিভ্রান্ত না হওয়ার জন্য পাঠকদের অনুরোধ করা হয়েছে।

Screenshot The Fauxy Website

মূলত, ‘The Fauxy’ নামের ভারতীয় Satire ওয়েবসাইটে চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বরাত দিয়ে রাশিয়াকে ঋণ পরিশোধে পাকিস্তানের অস্বীকৃতি শীর্ষক তথ্যটি ব্যঙ্গাত্মকভাবে প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে তথ্যটি কপি ও শেয়ার হওয়ার মাধ্যমে ব্যঙ্গাত্মক/বানোয়াট ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ফলে অনেকে ঘটনাটিকে সত্য ভেবেই প্রচার করতে থাকে।

প্রসঙ্গত, রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সাথে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করতে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ায় যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Screenshot aljazeera website

পুতিন-ইমরান বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, পুতিনের সঙ্গে বৈঠকে উন্নয়নশীল দেশগুলোর ওপর রাশিয়া-ইউক্রেন সংঘাতের অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান বলেন, সংঘাত কারও স্বার্থে যায় না। সংঘাতের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলো সব সময় অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তান বিশ্বাস করে, আলোচনা ও কূটনীতির মাধ্যমে বিরোধের সমাধান করা উচিত। বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

Also Read: হাসিনা-পুতিনের সাক্ষাৎকারের পুরোনো ভিডিওকে চলমান সংঘাতে রাশিয়ার পক্ষে হাসিনার অবস্থান দাবিতে প্রচার

বৈঠকটি নিয়ে ক্রেমলিনও (রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন) একটি বিবৃতি দিয়েছে। ক্রেমলিনের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার প্রধান দিকগুলো নিয়ে আলোচনা করেছেন। দক্ষিণ এশিয়ার উন্নয়নসহ বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা মতবিনিময় করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী তার রাশিয়া সফর নিয়ে জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে বলেন, “পাকিস্তানের অর্থনৈতিক স্বার্থের জন্য তাকে এটি করতে হয়েছে। “আমরা রাশিয়া গিয়েছি, কারণ আমাদের সেখান থেকে ২ মিলিয়ন টন গম আমদানি করতে হবে। দ্বিতীয়ত, আমরা তাদের সঙ্গে প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য চুক্তি স্বাক্ষর করেছি। কারণ পাকিস্তানের নিজস্ব গ্যাসের মজুদ কমে যাচ্ছে। ইনশাআল্লাহ (সৃষ্টিকর্তার ইচ্ছা), সময়ই বলে দেবে যে আমাদের মধ্যে দারুণ একটা আলোচনা হয়েছে”,

Screenshot VOA News website

তাছাড়াও, সম্প্রতি পাকিস্তানে অবস্থিত বিশ্বের ২২টি দেশের রাষ্ট্রদূত পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, পাকিস্তান যেন জাতিসংঘে সাধারণ অধিবেশনে রাশিয়ার উপর আনা নিন্দা প্রস্তাবে ভোট দেয়। তবে এই ব্যাপারে পাকিস্তান সরকার এই রিপোর্ট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় নি।

রাশিয়া
Screenshot aljazeera website

উল্লেখ্য, ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার অভিযোগ এনে পাকিস্থান কর্তৃক রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার আরোপের তথ্য কিংবা রাশিয়াকে ঋণ পরিশোধে অস্বীকৃতির কথা পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট কিংবা আন্তর্জাতিক মূলধারার কোনো সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায় নি।

সুতরাং, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বরাত দিয়ে রাশিয়াকে ঋণ পরিশোধে পাকিস্তানের অস্বীকৃতির তথ্যটি ‘The Fauxy’ নামের একটি ভারতীয় Satire ওয়েবসাইটে প্রচারিত হলেও তা পরবর্তীতে কপি ও শেয়ারের মাধ্যমে সত্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: রাশিয়া-ইউক্রেইন যুদ্ধে আর কারো লাভ না হোক পাকিস্তানের লাভ হইছে ষোল আনা! এই যুদ্ধে এমেরিকা ইউরোপীয় ইনিয়ন যেখানে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে পাকিস্তান সেখানে চামে চামে তাদের কাছে রাশিয়ার যে কোটি কোটি ডলার ঋণ আছে তা না শোধ করার সিদ্ধান্ত নিয়েছে!
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Pakistan Imposes Economic Sanctions On Russia, Refuses To Repay Loans
  2. The Fauxy – Home | Facebook
  3. About Us – The Fauxy
  4. Pakistani PM Khan meets Putin amid Ukraine invasion
  5. https://pmo.gov.pk/press_release_detailes.php?pr_id=4022
  6. Meeting with Prime Minister of Pakistan Imran Khan • President of Russia
  7. Khan After Putin Visit: Pakistan to Import Wheat, Gas from Russia
  8. The list of global sanctions on Russia for the war in Ukraine – CNN
  9. Diplomats from 22 nations urge Pakistan to condemn Russia | Russia-Ukraine war News | Al Jazeera

আরও পড়ুন

spot_img