ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবি করে পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি “ইউক্রেনে রাশিয়া এভাবেই হামলা চালিয়ে যাচ্ছে” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনার নয় বরং এটি কয়েকবছর পূর্বে কোনো এক সামরিক অভিযান কিংবা মহড়ার ঘটনায় ধারণকৃত ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, “Посмотри на Мир” নামের রাশিয়ান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম VK থেকে ২০১৮ সালের ১৭ ডিসেম্বরে “Грады над головой. Страшновато. Реактивные установки Град стреляют через позиции. Как летят ракеты градов если они пролетают над головой” (Translation: Cities overhead. Scary. Grad rocket launchers fire through the positions. How do grad rockets fly if they fly overhead.) শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ইউক্রেন
Screenshot from Посмотри на Мир VK

এছাড়াও, Потапов Евгений নামের একটি টুইটার একাউন্ট থেকে ২০১৮ সালের ১৩ ডিসেম্বরে “Работа РСЗО” [অনুবাদঃ MLRS (Multiple Launch Rocket System)] শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি টুইটে একই ভিডিওর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি, wildhunt espada নামের ইউটিউব চ্যানেল থেকে ২০১৯ সালের ১৪ জানুয়ারিতে “Interesting view of Grad barrage” শীর্ষক শিরোনামে প্রচারিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

মূলত, রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে ভিডিওটির মূল উৎস খুঁজে বের করা না গেলেও এটি নিশ্চিত যে ভিডিওটি সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতকালীন সময়ে ধারণকৃত নয়। কারণ উক্ত ভিডিওটি ২০১৮ সাল হতে বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে প্রচার হয়ে আসছে।

এই ভিডিওটিকেই সাম্প্রতিক সময়ে রাশিয়া কর্তৃক ইউক্রেনে হামলার ঘটনায় ধারণকৃত ভিডিওচিত্র দাবিতে সামাজিক মাধ্যমে পুনরায় প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, কয়েক বছর পূর্বে কোনো সামরিক মহড়া কিংবা অভিযানের ঘটনায় ধারণকৃত একটি পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ইউক্রেনে রাশিয়া এভাবেই হামলা চালিয়ে যাচ্ছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. VK: https://vk.com/wall-116554223_202
  2. Twitter: https://twitter.com/ea_potapoff/status/1073246845571424256
  3. YouTube: https://www.youtube.com/watch?v=xja-qJ5jSd8

আরও পড়ুন

spot_img