সিরিয়ায় নববর্ষ উৎযাপনের পুরোনো ভিডিওকে ইউক্রেনে রুশ হামলার দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি, “ইউক্রেনে রুশ হামলা” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনার নয় বরং এটি ২০১৬ সালে সিরিয়ার লাটাকিয়া শহরে নববর্ষ উৎযাপনের সময়ে ধারণকৃত একটি ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, Maraya Gaming নামের একটি ইউটিউব চ্যানেল হতে ২০১৬ সালের ০১ জানুয়ারিতে “New Year’s Eve celebrations in Latakia City” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

নববর্ষ
Screenshot from Maraya Gaming YouTube

এছাড়াও, Krzysztof নামের একটি ইউটিউব চ্যানেলে একই তারিখে “New Year’s Eve celebrations in Syria 2016/2017” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওর অস্তিত্ব পাওয়া যায়।

মূলত, আলোচিত ভিডিওটি ২০১৬ সালে সিরিয়ার লাটাকিয়া শহরে ইংরেজি নববর্ষ উৎযাপনের অংশ হিসেবে আতশবাজি উৎসবের ঘটনায় ধারণ করা। যা সেসময় ইউটিউবে বিভিন্ন চ্যানেল হতে প্রচার করা হয়েছিলো। সিরিয়ায় নববর্ষ উৎযাপনের ঐ ভিডিওটিকেই সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

Also Read: ইউক্রেনে রাশিয়ার হামলার ভিডিও দাবি করে গণমাধ্যমে ভুয়া ভিডিও প্রচার

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

ইউক্রেনে রাশিয়ার হামলার ভিডিও দাবিতে ভিডিও গেমসের দৃশ্য প্রচার

বিমান মহড়া প্রদর্শনের পুরোনো ভিডিওকে ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবিতে প্রচার

মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের পুরোনো ভিডিওকে রাশিয়ান বিমান ভূপাতিত হওয়ার দৃশ্য দাবিতে প্রচার

অর্থাৎ, ২০১৬ সালে সিরিয়ায় নববর্ষ উৎযাপনের সময় ধারণকৃত একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার হামলা দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ইউক্রেনে রুশ হামলা
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Maraya Gaming YouTube Channel: https://youtu.be/m_tqymcqg9c
  2. Krzysztof YouTube: https://youtu.be/UZxFt_j_ZSY

আরও পড়ুন

spot_img