ইউক্রেনে রাশিয়ার হামলার ভিডিও দাবিতে ভিডিও গেমসের দৃশ্য প্রচার

সম্প্রতি, “ইউক্রেনে হামলা শুরু রাশিয়ার” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ভাইরাল হওয়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে,এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিও বা দৃশ্যটি বাস্তব নয় বরং এটি একটি ভিডিও গেমসের রেকর্ডেড অংশ।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ২০২১ সালের ১৭ জুলাই গেম স্টিমিং “ Compared Comparison” নামের ইউটিউব চ্যানেলে “ArmA 3 – 2K22 Tunguska in Action vs A-10 Warthog/Thunderbolt II – Air Defence – ZSU-23-4 -Simulation” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি রেকর্ডেড গেমসের ভিডিওর সাথে উক্ত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

মূলত, Arma3 নামের কম্পিউটার গেমটির একটি রেকর্ডেড ভিডিওই ইউক্রেনে হামলা শুরু রাশিয়ার শীর্ষক ভিন্ন শিরোনামে সামাজিক মাধ্যমে প্রচারের ফলে নেটিজেনদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, Arma3 হলো সামরিক যুদ্ধকৌশল সংক্রান্ত একটি ভিডিও গেমস। ভিডিও গেমসটির সিমুলেশন ভিডিওকেই সাম্প্রতিক সময়ে “ইউক্রেনে হামলা শুরু রাশিয়ার” শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে প্রচারিত এক টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সেনা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে প্রচারিত এক টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সেনা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়ার পর থেকে ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে সংবাদ প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রাশিয়ান বাহিনীর বোমা হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের অন্তত ৪০ জন মানুষ মারা গেছেন বলে জানিয়েছে ইউক্রেন সরকার।

ইউক্রেন
Screenshot BBC News Bengali website

তবে, ইউক্রেনের বিভিন্ন শহরে হামলার কথা অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের সামরিক অবকাঠামো, বিমান প্রতিরক্ষা ও বিমানবাহিনীকে নিশানা করে হামলা চালানো হচ্ছে।

রিউমর স্ক্যানার টিম পূর্বেও সিমুলেশন ভিডিও গেমসের দৃশ্যকে বাস্তব দাবিতে করা ফেসবুক পোস্ট মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থাৎ, ArmA3 নামের সামরিক যুদ্ধকৌশল সংক্রান্ত একটি গেমসের সিমুলেশন ভিডিওই সাম্প্রতিক সময়ে রাশিয়া কর্তৃক ইউক্রেনে হামলার ভিডিও দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ইউক্রেনে হামলা শুরু রাশিয়ার
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. YouTube: https://youtu.be/P0EMR4gpl_U
  2. BBC: https://www.bbc.com/bengali/news-60503057.amp
  3. Prothom Alo: https://www.prothomalo.com/amp/story/world/europe/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%AD-%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4-%E0%A6%87%E0%A6%89%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0
  4. BBC: https://www.bbc.com/bengali/live/news-60503260

আরও পড়ুন

spot_img