বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023
spot_img

গার্নাচোর নামে তৈরি ভুয়া পেজকে আসল ভেবে ESPN এ গুজব প্রচার

গত ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড় আলেহান্দ্রো গার্নাচোর নামে পরিচালিত একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ‘Greatest of all time’(সর্বকালের সেরা) উল্লেখ করে ছবিসহ একটি পোস্ট করা হয়।

Screenshot from Facebook

উক্ত পোস্টকে সূত্র ধরে আন্তর্জাতিক ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ‘ESPN FC’ তাদের ভেরিফাইড ফেসবুক (আর্কাইভ) এবং টুইটার (আর্কাইভ) একাউন্ট থেকে ছবি ভিত্তিক তথ্য বা সংবাদ (গার্নাচো রোনালদোকে সর্বকালের সেরা বলেছে শীর্ষক দাবি) প্রচার করে।

Collage: Rumor Scanner

এছাড়াও বিষয়টি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

Collage: Rumor Scanner

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রকৃতপক্ষে আলেহান্দ্রো গার্নাচোর কোনো ফেসবুক পেজ নেই। এছাড়াও, ক্রিস্টিয়ানো রোনালদোকে সর্বকালের সেরা ফুটবলার বলে তিনি তার ফেসবুকে পোস্ট করেননি বরং তার নামে তৈরি একটি ভুয়া ফেসবুক পেজ থেকে উক্ত পোস্টটি করা হয়েছিল।

ফেসবুকে ভুয়া পেজ ভেরিফাইড হতে পারে?

অনুসন্ধানে দেখা গেছে যে, ব্লু টিক প্রদানে ফেসবুকের ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার কারণে বিখ্যাত তারকা সহ বিভিন্ন ব্যবহারকারীদের নামে ভুয়া পেজ ভেরিফাইড হওয়ার উদাহরণ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে আমাদের এই প্রতিবেদন থেকে।

অনুসন্ধান

আলোচিত পেজ এবং পেজ থেকে করা পোস্টটির (দাবি) বিষয়ে অনুসন্ধানে, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের একটি হ্যান্ডেলে গার্নাচোর এই পোস্টটিকে আলেহান্দ্রো গার্নাচোর করা পোস্ট নয় বলে তথ্য পাওয়া যায়। অর্থাৎ, টুইটার হ্যান্ডেলটির দাবি অনুযায়ী ভেরিফাইড পেজটি আলেহান্দ্রো গার্নাচোর নয়। [এই টুইটে অহেলিয়া চুয়ামেনির ভুয়া ভেরিফাইড ফেসবুক পেজ সম্পর্কেও উল্লেখ করা হয়েছে।]

Image: Fake page’s screenshot from Twitter/The CR7 Timeline

বিষয়টি নিশ্চিত হতে, ভুয়া ভেরিফাইড পেজটির “ট্রান্সপারেন্সি সেকশন” চেক করে দেখা যায় পেজটি ২০২২ সালের ৩রা জানুয়ারি খোলা হয়েছে। এছাড়াও, আলেহান্দ্রো গার্নাচো আর্জেন্টাইন ফুটবলার এবং ক্লাব ফুটবলে যুক্তরাজ্যের একটি ক্লাবের হয়ে খেললেও পেজটি পরিচালিত হচ্ছে মরোক্কো এবং মিশর থেকে। 

অর্থাৎ, ভেরিফাইড পেজটি আলেহান্দ্রো গার্নাচোর নিজের অফিসিয়াল পেজ নয়।

পেজটি তৈরি করা হয়েছে ২০২২ সালের ৩ জানুয়ারি। Screenshot: Facebook

তবে, ফেসবুকে সার্চ করে আলেহান্দ্রো গার্নাচো নামে আলোচিত ভেরিফাইড পেজটি ব্যতীত আরো একটি ভেরিফাইড পেজ (কভার ছবি এবং প্রোফাইল ছবি দেওয়া নেই এমন) খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Alejandro Garnacho’s another Fake page

এই ভুয়া তবে ভেরিফাইড পেজটিতে প্রথমত কভার ছবি এবং প্রোফাইল ছবি দেওয়া নেই। দ্বিতীয়ত পেজটির ইউআরএল-এ NadamOfficila উল্লেখ করা। 

Alejandro Garnacho’s Fake page

এছাড়াও পেজটির ইন্ট্রোতে (ডিটেইলস) ইউআরএল এর সমজাতীয় nadamoussaofficial ইউজারনেম এর একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ও নাদা মুসা শিরোনামের একটি উইকিপিডিয়া নিবন্ধের লিংক যুক্ত করা আছে। এমনকি পেজ ক্যাটাগরিতেও “Actor” উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, পেজটি “নাদা মুসা” নামের একজন মিশরীয় অভিনেত্রীর, যা আলেহান্দ্রো গার্নাচোর নামে ভেরিফাইড হয়ে গেছে।

Screenshot: Alejandro Garnacho’s Fake page

এই পেজটি-ই যে আলোচিত পেজ (যে পেজটির পোস্ট ESPN FC-তে প্রচার করা হয়েছে) নয় সেটা নিশ্চিত হওয়া গেছে ট্রান্সপারেন্সি অপশনের পেজ দুটি তৈরির তারিখের ভিন্নতা থেকে।

দেখা যাচ্ছে যে, এই পেজটি (Nadamofficial ইউআরএল এর) তৈরি হয়েছে ২০২১ সালের ১১ই ডিসেম্বর। আর আগের পেজটি (যে পেজটি থেকে আলোচিত পোস্টটি করা হয়েছে) তৈরি করা হয়েছিল ২০২২ সালের ৩ জানুয়ারি।

এছাড়াও, খেলোয়াড়গণ সাধারণত নিজের সব সোশ্যাল মিডিয়াতে একই সময়ে একই পোস্ট করে থাকেন। কিন্তু আলোচিত দাবির ক্ষেত্রে একই সময়ে গার্নাচো অন্য সোশ্যাল মিডিয়ার ভেরিফাইড প্রোফাইলগুলোতে উক্ত পোস্টটির (দাবি) মতো হুবহু একই পোস্ট পাওয়া যায়নি।

গার্নাচো কি দাবির সাথে সংযুক্ত ছবিটি কোনো মাধ্যমে কখনো পোস্ট করেছে?

ভুয়া ভেরিফাইড ফেসবুকে দাবিটির সাথে যে ছবি সংযুক্ত করে প্রচার করা হয়েছিল সেটি  ২০২২ সালের ২৮ অক্টোবরের গার্নাচো তার ভেরিফাইড টুইটার এবং ইনস্টাগ্রাম থেকে একই সময়ে পোস্ট করেন। সেখানে ক্যাপশন দিয়েছিলেন, ‘আমি জানি না এটা বাস্তব নাকু আমি স্বপ্ন দেখছি (অনূদিত)’। পোস্টদুটি দেখুন এখানে, এখানে। অর্থাৎ, গার্নাচো এই আলোচিত ছবিটির সাথে “রোনালদো সর্বকালের সেরা” ক্যাপশন দিয়ে কখনো পোস্ট করেননি।

Screenshot from Twitter

আপডেটঃ এই প্রতিবেদন লেখার সময়ে দেখা যায় যে, পেজ দুটি এখন আর ফেসবুকে সচল নেই [লিংক (১) ও লিংক (২)]। অর্থাৎ, পেজটিকে ফেসবুক কর্তৃক অথবা ক্রিয়েটর কর্তৃক ডিলেট করা কিংবা সরিয়ে নেওয়া হয়েছে (সাময়িক কিংবা চিরস্থায়ীভাবে)। আলেহান্দ্রো গার্নাচোর অফিশিয়াল পেজ হলে তা ফেসবুক কর্তৃক সরিয়ে ফেলা হতোনা।

মূলত, আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড় আলেহান্দ্রো গার্নাচোর নামে তৈরি একটি ভেরিফাইড ভুয়া ফেসবুক প্রোফাইল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে সর্বকালের সেরা উল্লেখ করে একটি পোস্ট করা হয়। সে পোস্টকে গার্নাচোর আসল ফেসবুক পেজ থেকে করা পোস্ট ভেবে “গার্নাচো রোনালদোকে নিয়ে ফেসবুকে এমন মন্তব্য করেছেন” দাবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি আন্ত ক্রীড়া বিষয়ক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও আলোচিত পোস্টটিকে (দাবি) গার্নাচোর অফিশিয়াল ফেসবুক পেজ ভেবে শেয়ার করা হয়েছে। 
উল্লেখ্য, আলেহান্দ্রো গার্নাচো এর আগে গত ২০২০ সালের ১৬ এপ্রিল ক্রিস্টিয়ানো রোনালদোকে সর্বকালের সেরা বলে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়েছিলেন। যা সম্প্রতি প্রচারিত ‘রোনালদোকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন’ শীর্ষক দাবির-ও প্রায় ১১ মাস আগের ঘটনা।

Screenshot from Instagram

প্রসঙ্গত, ইতোপূর্বেও ফুটবলার কিলিয়ান এমবাপ্পে এবং আহেলিয়া চুয়ামেনির নামে ভেরিফাইড ভুয়া ফেসবুক পেজ নিয়ে ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ  করেছে রিউমর স্ক্যানার। প্রতিবেদন দুটি দেখুন এখানে এবং এখানে

সুতরাং, আলেহান্দ্রো গার্নাচোর নামে তৈরি ভুয়া ফেসবুক পেজ থেকে প্রচার করা পোস্টের উপর ভিত্তি করে দাবি করা হচ্ছে গার্নাচো রোনালদোকে ‘সর্বকালের সেরা’ বলেছেন; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img