সম্প্রতি, ‘রোনালদোর জন্মদিনে ফেসবুক পোস্টের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে’ শীর্ষক দাবিতে দেশীয় সংবাদমাধ্যম ‘সময় টিভি’ একটি সংবাদ প্রচার করেছে।
সময় টিভি’র ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে।
ভিডিওটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।

সময় টিভি’র ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনটি দেখুন এখানে।
প্রতিবেদনটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মদিনে শুভেচ্ছা জানানো ফেসবুক পেজটি ফ্রেঞ্চ তারকা এমবাপ্পের আসল পেজ নয় বরং এমবাপ্পের নামে তৈরি একটি ভুয়া ফেসবুক পেজ থেকে উক্ত পোস্টটি করা হয়েছিল। এছাড়া এমবাপ্পের ফেসবুক ব্যতীত অন্যান্য সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকেও রোনালদোকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়নি।
সময় টিভি এর ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও থেকে পাওয়া সুত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Kylian Mbappé’ নামক ভেরিফাইড পেজে আলোচিত পোস্টটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায় পেজটি ২০২২ সালের ১৯ এপ্রিল তৈরি করা হয়েছে।
আরো পর্যবেক্ষণে দেখা যায় পেজটি দুইজন এডমিন কর্তৃক পরিচালিত হচ্ছে, যাদের মধ্যে একজনের লোকেশন ‘Morocco’ এবং অপরজন ‘United States’।

কিলিয়ান এমবাপে ফ্রান্সের ফুটবলার হওয়ায় স্বাভাবিকভাবে তার পেজটি ফ্রান্স থেকে পরিচালিত হবে। মরক্কো বা ইউনাইটেড স্টেটসে তিনি থাকেন না। তাছাড়া শুধু মরক্কো বা ইউনাইটেড স্টেটস ই নয়, ফুটবল তারকা হিসেবে এমবাপ্পে বিভিন্ন দেশে খেলতে যান। তবে সঙ্গত কারণে তার পেজটি মরক্কো বা ইউনাইটেড স্টেটস থেকে পরিচালনা করার কোনো কারণ নেই।
অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Kylian Mbappé’ নামে ১৭ মিলিয়ন সংখ্যক ফলোয়ারের মূল পেজটি খুঁজে পাওয়া যায়।

উক্ত পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, কিলিয়ান এমবাপ্পে সর্বশেষ গতবছরে অর্থাৎ ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তারিখে সর্বশেষ একটি পোস্ট করেছিলেন। এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পূর্ব পর্যন্ত ফেসবুকে আর কোনো পোস্ট করেননি তিনি।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে কিলিয়ান এমবাপ্পের ভেরিফাইড ফেসবুক পেজ ছাড়াও অফিশিয়াল ইন্সটাগ্রাম এবং টুইটার একাউন্ট পর্যালোচনা করে রোনালদোর জন্মদিনে শুভেচ্ছা জানানো সংক্রান্ত কোনো পোস্ট খুঁজে পায়নি রিউমর স্ক্যানার টিম।
মূলত, চলতি বছরের ০৬ ফেব্রুয়ারি তারিখে ‘Kylian Mbappé’ নামক একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে “Happy Birthday my Idol” শীর্ষক শিরোনামে রোনালদো এবং এমবাপ্পের একটি ছবি পোস্ট করা হয়। পরবর্তীতে উক্ত পোস্টের স্ক্রিনশট ব্যবহার করে ‘রোনালদোর জন্মদিনে এমবাপ্পে ফেসবুক পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন’ শীর্ষক দাবিতে দেশীয় সংবাদমাধ্যম ‘সময় টিভি’ সংবাদ প্রচার করেছে। তবে অনুসন্ধানে দেখা যায় আলোচিত ফেসবুক পেজটি কিলিয়ান এমবাপ্পের নামে পরিচালিত একটি ভুয়া পেজ। অর্থাৎ, ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কিলিয়ান এমবাপ্পে ফেসবুকসহ তার কোনো সোশ্যাল মিডিয়া একাউন্টে পোস্ট দেননি।
উলেখ্য, গত ০৫ ফেব্রুয়ারি জন্মদিন ছিলো পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
সুতরাং, কিলিয়ান এমবাপ্পের নামে পরিচালিত ভুয়া একটি ফেসবুক পেজের পোস্টের বরাতে এমবাপ্পে রোনালদোর জন্মদিনে ফেসবুক পোস্টে রোনালদোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শীর্ষক দাবিতে দেশীয় গণমাধ্যম ‘সময় টিভি’ সংবাদ প্রচার করছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- রিউমর স্ক্যানারের নিজস্ব অনুসন্ধান
- Kylian Mbappé Official Facebook Page Analysis