সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে দেশের বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে। এই বন্যার কারণে ভারতকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেটিজেনরা ভারতের বাঁধের বিপরীতে আরেকটি বাঁধ তৈরির দাবি জানিয়েছে। এরই প্রেক্ষিতে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নামে পরিচালিত একটি ফেসবুক পেজ থেকে ‘‘45 হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু না বানিয়ে ফারাক্কা বাঁধের বিপরীতে আরেকটা বাধ দিলে বাংলার মানুষকে বন্যার পানিতে ভেসে বেড়াতে হতো না।’’ ক্যাপশনে একটি পোস্ট করা হয়েছে। পরবর্তীতে, অনেকেই উক্ত পোস্ট নিজেদের ফেসবুক অ্যাকাউন্টের টাইমলাইনে শেয়ার করে তাদের বিভিন্ন মন্তব্য যুক্ত করেছেন।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রুমিন ফারহানা পদ্মা সেতু বা ফারাক্কা নিয়ে এমন কোনো পোস্ট করেননি বরং তার নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজের পোস্টকে তারই পোস্ট ভেবে নেটিজেনরা সমালোচনা করছেন।
অনুসন্ধানে দেখা যায়, গত ২৩ আগস্ট ‘ব্যারিস্টার রুমিন ফারহানা’ নামক একটি ফেসবুক পেজ থেকে আলোচ্য দাবির পোস্টটি (আর্কাইভ) করা হয়৷ পরবর্তীতে উক্ত পোস্টটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে এই পেজটি রুমিন ফারহানার নামে হলেও এটি তার পেজ নয়। ফেসবুকে রুমিন ফারহানার একটিই ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে এবং তার কোনো পেজ নেই বলে তিনি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন। তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে সাম্প্রতিক সময়ে আলোচ্য দাবি সম্পর্কিত কোনো পোস্ট শেয়ার করা হয়নি।
এছাড়া, মূলধারার সংবাদমাধ্যমের বরাতেও সাম্প্রতিক সময়ে রুমিন ফারহানার উক্ত বিষয়ে মন্তব্য করার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, পদ্মা সেতু ও ফারাক্কা বাঁধ ইস্যুতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা’র নামে পরিচালিত ভুয়া ফেসবুক পেজের পোস্ট আসল দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Facebook: Rumeen Farhana
- Rumor Scanner’s Own Research