সম্প্রতি “পর্তুগীজ ক্যাপ্টেন ক্রিস্টিয়ানো রোনালদো ওয়ান লাভ আর্মব্যান্ড পরবেন না বলে জানিয়েছেন। তাকে যখন এটা পরার ব্যাপারে বলা হয়েছিল, তিনি সাথে সাথে সেটা রিজেক্ট করে দেন।” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়,পর্তুগীজ তারকা ফুটবলার ও দলটির অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর ওয়ান লাভ আর্মব্যান্ড না পরার দাবিতে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় বরং কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে দাবিটি ছড়িয়ে পড়েছে।
দাবিটির সূত্রপাত যাচাইয়ে কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে Pixstory নামের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে Sal man Khan নামে একটি একাউন্ট থেকে ২২ নভেম্বর “300Cristiano Ronaldo refuses to support LGBTQ+ at the 2022 Qatar World cup in any way.” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ক্রিস্টিয়ানো রোনালদো কাতার বিশ্বকাপে ওয়ান লাভ আর্মব্যান্ড পরবেন না। তিনি ওয়ান লাভ আর্মব্যান্ডের ধারনাটিকে প্রত্যাখ্যান করেছেন।
তবে প্রতিবেদনটিতে এই তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি। এছাড়া এই সংক্রান্ত কিছু কিছু প্রতিবেদনে ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ পূর্ব সংবাদ সম্মেলনকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ পূর্ব সংবাদ সম্মেলন বিশ্লেষণ করে এ ধরনের কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমেও ক্রিস্টিয়ানো রোনালদো কাতার বিশ্বকাপে ওয়ান লাভ আর্মব্যান্ড না পরা ও ওয়ান লাভ আর্মব্যান্ডের ধারনাটিকে প্রত্যাখ্যান করার ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের ২৪ নভেম্বর “World Cup 2022: what is the OneLove armband and why did FIFA ban it?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ইংল্যান্ড, ওয়েলস, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, জার্মানি ও ডেনমার্ক কাতারের সমকামী বিরোধী আইনের বিরোধিতা করে ওয়ান লাভ আর্মব্যান্ড বা বাহুবন্ধনী পরার পরিকল্পনা করেছিল।

তবে দলগুলোর এমন পরিকল্পনায় ফিফা সিদ্ধান্ত নেয় যে, কেউ এমন আর্মব্যান্ড পরিধান করলে তাকে হলুদ কার্ড দেখানো হবে৷

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়ম অনুযায়ী, ফিফা আয়োজিত টুর্নামেন্টে দলগুলোর ব্যবহৃত কোনো উপকরণে কোনো রাজনৈতিক, ধর্মীয় অথবা ব্যক্তিগত স্লোগান, বিবৃতি বা ছবি ব্যবহার করা যাবে না৷ প্রত্যেক দলের অধিনায়ককে ফিফা কর্তৃক সরবরাহকৃত আর্মব্যান্ডই পরিধান করতে হবে৷ অর্থাৎ, বিশ্বকাপ চলাকালী আর্মব্যান্ড কেমন হবে তা নিয়ে ফিফার নিয়ম অনুযায়ী বাধ্যবাধকতা রয়েছে।
যেহেতু ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ চলাকালীন আর্মব্যান্ড কেমন হবে তা নিয়ে ফিফার নিয়ম অনুযায়ী বাধ্যবাধকতা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই ক্রিস্টিয়ানো রোনালদোর ওয়ান লাভ আর্মব্যান্ড পরার সুযোগ নেই৷ এছাড়া যে দেশগুলো চলতি বিশ্বকাপে ওয়ান লাভ আর্মব্যান্ড পরা নিয়ে আলোচনায় আছে তাদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের নামও নেই।
মূলত, চলমান ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের সমকামী বিরোধী আইনের বিরোধিতা করে ওয়ান লাভ আর্মব্যান্ড বা বাহুবন্ধনী পরার পরিকল্পনা নেয় বিশ্বকাপে অংশগ্রহণকারী ইউরোপের সাতটি দেশ৷ তবে দলগুলোর এমন পরিকল্পনায় ফিফা সিদ্ধান্ত নেয় যে, কেউ এমন আর্মব্যান্ড পরিধান করলে তাকে হলুদ কার্ড দেখানো হবে৷ এছাড়া বিশ্বকাপ চলাকালী অংশগ্রহণকারী দলগুলোকে ফিফা কর্তৃক সরবরাহকৃত আর্মব্যান্ড পরার ব্যাপারে ফিফার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর ওয়ান লাভ আর্মব্যান্ড না পরা ও ওয়ান লাভ আর্মব্যান্ডের ধারনাটিকে প্রত্যাখ্যান করার ব্যাপারেও আন্তর্জাতিক গণমাধ্যমে নির্ভরযোগ্য কোনো সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ওয়ান লাভ আর্মব্যান্ড কর্মসূচিটি প্রথম চালু হয় ২০২০ সালে নেদারল্যান্ডসের রয়েল ডাচ ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে। এই উদ্যোগটি নেওয়া হয়েছিল মূলত, বর্ণ, গায়ের রঙ, যৌন বৈচিত্রতা, সংস্কৃতি, বিশ্বাস, জাতীয়তাবাদ, জেন্ডার, বয়স সহ সকল ধরনের বৈষম্যের বিরোধিতা করে।
সুতরাং, পর্তুগীজ তারকা ফুটবলার ও দলটির অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর ওয়ান লাভ আর্মব্যান্ড না পরার দাবিতে ছড়িয়ে পড়া তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Pixstory: 300 Cristiano Ronaldo refuses to support LGBTQ+ at the 2022 Qatar World cup in any way
- UK Sports.news: C.Ronaldo refuses to ‘demonstrate’ at the World Cup for the LGBTQ+ community
- BeanymanSports: C. Ronaldo full pre match interview
- |Reuters: World Cup 2022: what is the OneLove armband and why did FIFA ban it?