আরএফএল কোম্পানি মা দিবস উপলক্ষে ৩০০০০ টাকা পুরস্কার দিচ্ছে শীর্ষক দাবিটি ভুয়া

সম্প্রতি, আরএফএল কোম্পানি মা দিবস উপলক্ষে ৩০০০০ টাকার উপহার প্রদান করছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, মা দিবস উপলক্ষ্যে আরএফএল কোম্পানির অর্থ উপহারের দাবিটি সঠিক নয় বরং, ভুয়া লিংক ব্যবহার করে অর্থ প্রদানের মিথ্যা দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবির সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে আরএফএল এর ওয়েবসাইটে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার। কিন্তু, আরএফএল এর ওয়েবসাইটের কোথাও উক্ত অর্থ উপহারের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় নি।

Source: RFL

পাশাপাশি, আরএফএল এর ফেসবুক পেজে অনুসন্ধান করেও আলোচ্য দাবির কোনো সত্যতা মেলেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে উপহার সংগ্রহের জন্য যে লিংক প্রদান করা হয়েছে সেটি অনুসরণ করে নিম্নোক্ত ওয়েবপেজটি পাওয়া যায়।

Source: Account better

কিন্তু, ওয়েবপেজটিতে উপহার সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি। অর্থাৎ, একটি ভুয়া লিংক ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় উক্ত তথ্যটি প্রচার করা হচ্ছে।

মূলত, সম্প্রতি আরএফএল কোম্পানি মা দিবস উপলক্ষে ৩০০০০ টাকার উপহার প্রদান করছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। আরএফএল কোম্পানি এমন কোনো অফার দেয়নি। একটি ভুয়া লিংক ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বের অধিকাংশ দেশে মা দিবস পালিত হয়। সে হিসেবে এ বছর মে মাসের দ্বিতীয় রবিবার অর্থাৎ আগামী ১৪ই মে বিশ্বব্যাপী মা দিবস পালিত হবে।

প্রসঙ্গত, পূর্বে বাংলাদেশ রেলওয়ে থেকে ৩০ হাজার টাকা, হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ জিবি ফ্রি ইন্টারনেট, বাংলাদেশ এয়ারলাইন্স থেকে ১০ হাজার টাকা এবং ACI কোম্পানি থেকে ৫০০০ টাকা উপহারের দাবিতে একইভাবে ভুয়া ক্যাম্পেইন ছড়িয়ে পড়লে সেগুলোর ব্যাপারে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, একটি ভুয়া লিংক ব্যবহার করে   আরএফএল কোম্পানি ৩০০০০ টাকা উপহার দিচ্ছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ ভুয়া।

তথ্যসূত্র

  • RFL Website: rflbd.com
  • Facebook Page: RFL 
  • Rumor Scanner’s own analysis
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img