শুক্রবার, মে 23, 2025

ড. ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে গণভোটের বিষয়ে আন্দালিব পার্থ কোনো মন্তব্য করেননি 

সম্প্রতি ‘ড. ইউনুস কে ৫ বছর ক্ষমতায় রাখতে হলে, গণভোটের মাধ্যমে নির্ধারণ করতে হবে,:পার্থ’ শীর্ষক শিরোনামে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের ছবি যুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ড. ইউনুস কে ৫ বছর ক্ষমতায় রাখতে হলে, গণভোটের মাধ্যমে নির্ধারণ করতে হবে’ শীর্ষক কোনো মন্তব্য আন্দালিব রহমান পার্থ করেননি বরং, ভিন্ন একটি সংবাদের থাম্বনেইলে উক্ত শিরোনাম প্রতিস্থাপন করার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যেবক্ষণ করে দেখা যায়, ইলেকট্রনিক গণমাধ্যম এটিএন বাংলার লোগো রয়েছে। 

উক্ত তথ্যের সূত্র ধরে এটিএন বাংলার ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ‘আন্দোলন শুধু ছাত্রদের নয়, ১৫ বছরের ক্ষোভএই আন্দোলন : আন্দালিব রহমান পার্থ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির থাম্বনেইলের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওতে আন্দালিব রহমান পার্থ ‘ড. ইউনুস কে ৫ বছর ক্ষমতায় রাখতে হলে, গণভোটের মাধ্যমে নির্ধারণ করতে হবে’ শীর্ষক কোনো মন্তব্য করেননি। এই ভিডিওটির থাম্বনেইলের নিচে ডিজিটাল প্রযুক্তির সহায়তায়  ‘ড. ইউনুস কে ৫ বছর ক্ষমতায় রাখতে হলে, গণভোটের মাধ্যমে নির্ধারণ করতে হবে, : পার্থ’ শিরোনাম যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

একই বিষয়ে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ‘এদেরই সমালোচনা করে আমাকে আবার এদের মধ্যেই যেতে হত’ শিরোনামে একই ভিডিও প্রকাশ করা হয়, সেখানেও আলোচিত দাবি সম্পর্কিত পার্থের কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, আন্দালিব পার্থকে উদ্ধৃত করে ড. ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে গণভোট প্রসঙ্গে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img