এটি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ কণ্ঠে গাওয়া গান নয়

“রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের কণ্ঠ গাওয়া গান!” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে,এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ কণ্ঠে গাওয়া নয় বরং রবীন্দ্র সংগীত শিল্পী শান্তিদেব ঘোষ এর কণ্ঠে গাওয়া।

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ভারতীয় মিউজিক স্ট্রিমিং সাইট Gaana.com থেকে শান্তিদেব ঘোষের গাওয়া “যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাঁকে” শিরোনামের গানটি পাওয়া যায়। শান্তিদেব ঘোষের গাওয়া গানটির সাথে আলোচিত ভিডিওর গানের কণ্ঠস্বর এবং গায়কির হুবহু মিল পাওয়া যায়।

পাশাপাশি, Sourav Ganguly নামের একটি ইউটিউব একাউন্ট থেকে ২০১১ সালের ৪ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি মূলত শান্তিদেব ঘোষের একটি পুরোনো সাক্ষাতকার ভিডিও। সাক্ষাৎকারে শান্তি দেব ঘোষ তার শান্তি নিকেতনের সময় এবং গুরু দিনেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলেন।

ভিডিওটির শেষাংশে শান্তিদেব ঘোষকে ক্রেডিট দিয়ে “যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাঁকে” গানটি চালানো হয়। ভিডিওর গানটির সাথে আলোচিত ভিডিওর গানের মিল পাওয়া যায়।

মূলত, রবীন্দ্র সংগীত শিল্পী শান্তিদেব এর গাওয়া যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাঁকে গানটিকে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব কণ্ঠ গাওয়া গান হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, পদ্মভূষণে সম্মানিত, ললিতকলার অ্যাকাডেমির ফেলো, প্রবন্ধ সাহিত্যে আনন্দ পুরস্কারপ্রাপ্ত শান্তিদেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য ছিলেন। রবীন্দ্রনাথের তত্ত্বাবধানে থেকে দিনেন্দ্রনাথ ঠাকুরের কাছে রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়েছিলেন শান্তিদেব। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় ১ ডিসেম্বর ১৯৯৯ কলকাতার এসএসকেএম হাসপাতালে শান্তিদেব ঘোষের

প্রসঙ্গত, রবীন্দ্রনাথের সবচেয়ে বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র দ্বীপেন্দ্রনাথ। আর দ্বীপেন্দ্রনাথের পুত্র দিনেন্দ্রনাথ ঠাকুর। সেই সূত্রে দিনেন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথের নাতি। এই  দিনেন্দ্রনাথের কাছেই তালিম নিয়েছিলেন শান্তিদেব ঘোষ।

সুতরাং, শান্তিদেবের কণ্ঠ গাওয়া গানকে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ কণ্ঠ গাওয়া গান দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Gaana.com: Jakhon Porbe Na Mor Payer Chinnho MP3 Song Download by Shantidev Ghosh (Ananderi Sagar Hote)
Youtube: jakhan porbe na mor.wmv

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img