নওগাঁয় জেসমিনের মৃত্যুর ঘটনায় র‍্যাব সদস্যদের ক্লোজড করার সংবাদটি মিথ্যা

সম্প্রতি নওগাঁ সদর উপজেলার ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের র‌্যাবের হেফাজতে মৃত্যুর ঘটনায় র‌্যাবের ১১ সদস্যকে ‘ক্লোজড’ করা হয়েছে শীর্ষক দাবিতে একটি তথ্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন দেখুন-

ডেইলি স্টার, দেশ রূপান্তর, বাংলানিউজ২৪, ভোরের কাগজ, এনটিভি, বিবার্তা২৪, যুগান্তর, ডয়েচে ভেলে বাংলা, দৈনিক পূর্বকোণ, সাম্প্রতিক দেশকাল, বিডি২৪লাইভ, বাংলাদেশ জার্নাল, বাংলাদেশ টুডে, রিদমিক নিউজ, সংবাদ প্রকাশ, প্রতিদিনের সংবাদ, বাংলাদেশ পোস্ট, দৈনিক শিক্ষা, বাংলাদেশ মোমেন্টস, আজ কালের খবর, বিজনেস জার্নাল২৪, বিজনেস পোস্ট

জেসমিন মৃত্যুর ঘটনায় আইনমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে র‍্যাব সদস্যদের ক্লোজড করার দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন বিডিনিউজ২৪, ডেইলি নিউ ন্যাশন, যায়যায়দিন, কুমিল্লার কাগজ, বার্তা বাজার, নিউজজি২৪, বাংলা রিপোর্ট, বায়ান্ন নিউজ, পূর্ব-পশ্চিম বিডি, অবজারভার, আরটিভি, ঢাকা প্রকাশ২৪, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, সংবাদডটনেট, আমার সংবাদ, ডেল্টা টাইমস, বাংলাদেশ টাইমস, জনকণ্ঠ, আলোকিত বাংলাদেশ, রেডিওটুডে নিউজ, ইত্তেফাক, মানবজমিন

গণমাধ্যমের ফেসবুক পেইজে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন বাংলাদেশ টুডে, জনকণ্ঠ, ডয়েচে ভেলে বাংলা, বিডিনিউজ২৪, সাম্প্রতিক দেশকাল, বায়ান্ন নিউজ, ঢাকা প্রকাশবাংলাদেশ মোমেন্টস, আরটিভি, পূর্বকোণ। অন্যান্য পেইজে এমন পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের র‌্যাবের হেফাজতে মৃত্যুর ঘটনায় র‌্যাবের ১১ সদস্যকে ‘ক্লোজড’ করার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে তাদেরকে ক্লোজড বা প্রত্যাহার করা হয়নি বরং এই ঘটনায় তদন্ত কমিটিকে সহযোগিতার অংশ হিসেবেই ঐ ১১ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহীতে আনা হয়েছে।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেল আইয়ের ওয়েবসাইটে গত ৩১ মার্চ ‘সুলতানা জেসমিনের মৃত্যু : ১১ র‍্যাব সদস্যকে জিজ্ঞাসাবাদ‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Channel I

প্রতিবেদনটিতে র‍্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ারকে উদ্ধৃত করে বলা হয়, জেসমিনকে আটকে অভিযান চালানো র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ঐ দলের প্রত্যেককেই জয়পুরহাট থেকে রাজশাহীতে র‌্যাবের ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে। তদন্ত কমিটি এখন রাজশাহীতেই অবস্থান করছে। মূলত তদন্ত কমিটি এই সদস্যদের কাছ থেকে নানা প্রশ্নের উত্তর জানছেন। তদন্ত কমিটিকে সহযোগিতার অংশ হিসেবেই তাদের রাজশাহীতে আনা হয়েছে। এটি ‘প্রত্যাহার’ কিংবা ‘ক্লোজড’ পর্যায়ের বিষয় নয়।

একই বিষয়ে মূলধারার অনলাইন পোর্টাল Dhaka Times এ ৩০ মার্চ ‘জেসমিনের মৃত্যুতে কর্মকর্তাদের ‘ক্লোজের খবর’ সম্পূর্ণ মিথ্যা: র‌্যাব‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈনকে উদ্ধৃত করে বলা হয়, ‘জেসমিন মৃত্যুর ঘটনায় র‌্যাব সদর দপ্তরের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা বর্তমানে রাজশাহীতে অবস্থান করছেন। র‌্যাব-৫ এর ব্যাটেলিয়ন সদরদপ্তরে তদন্ত দল ওই দিনের অভিযানে অংশ নেওয়া ১১ জনকে জিজ্ঞাসাবাদ করছে। এখানে ক্লোজের কোনো বিষয় নেই। যাদেরকে ডাকা হয়ে তারা সবাই জয়পুরহাট ক্যাম্পের সদস্য।’

Screenshot: Dhaka Times 

প্রতিবেদনটিতে তাকে উদ্ধৃত করে আরও বলা হয়, তদন্ত শেষে ক্যাম্পের সদস্যরা পুনরায় তাদের কর্মস্থলে যোগদান করবেন। মূলত জিজ্ঞাসাবাদের জন্যই তাদেরকে ডাকা হয়েছে।

পাশাপাশি জাতীয় দৈনিক প্রথম আলোতে গত ৩০ মার্চ ‘হেফাজতে জেসমিনের মৃত্যু: র‌্যাবের ১১ সদস্যকে জিজ্ঞাসাবাদ‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাবের ১১ সদস্য নওগাঁয় আবার তাঁদের কর্মস্থলে ফিরে যাবেন। জিজ্ঞাসাবাদের তালিকায় একজন মেজর, পুলিশের এএসপিসহ অন্যান্য সদস্য ও গাড়িচালক রয়েছেন।’

Screenshot: Daily Prothom Alo 

আরেকটি জাতীয় দৈনিক কালবেলার ‘জেসমিনের মৃত্যু : জিজ্ঞাসাবাদের মুখে র‍্যাবের সেই ১১ সদস্য‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘নওগাঁয় সুলতানা জেসমিনকে আটক ও জিজ্ঞাসাবাদে জড়িত র‌্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে বাহিনীটির সদর দপ্তর থেকে গঠিত তদন্ত কমিটি। গত ২২ মার্চের ওই অভিযানে থাকা র‌্যাব-৫ এর ১১ জনকে জয়পুরহাট ক্যাম্প থেকে র‍্যাব-৫ এর সদর দপ্তরে তলব করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করার পর তারা তাদের কর্মস্থলে ফিরে যাবেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে ক্লোজড করা হয়নি।’

Screenshot: Kalbela

পরবর্তীতে বিষয়টি নিয়ে আরও নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম র‍্যাব-৫ অপারেশনস কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সনজয় কুমার সরকারের মুঠোফোনে যোগাযোগ করে। 

এই সময়ে তিনি বলেন, আমি এ ধরনের কোনো চিঠি বা অফিসিয়ালি কোনো আদেশ আমি পাইনি। আমার জানা মতে, ক্লোজের এমন কোনো ঘটনাও ঘটেনি। 

জেসমিন মৃত্যুর ঘটনায় র‍্যাবের সম্পৃক্ততা নিয়ে আইনমন্ত্রী কি বলেছেন? 

জেসমিন মৃত্যুর ঘটনায় আইনমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে র‍্যাব সদস্যদের ক্লোজড করার দাবিতে গণমাধ্যমে প্রচারিত তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যায়, অধিকাংশ গণমাধ্যম এই সংক্রান্ত তথ্যের উৎস হিসেবে বিডিনিউজ২৪ কে ব্যবহার করেছে৷ 

তবে এই ঘটনায় বিডিনিউজ২৪ বাদে অন্য গণমাধ্যমগুলোর সূত্রে আইনমন্ত্রী আনিসুল হকের যেসব বক্তব্য পাওয়া যায়, সেসবে জেসমিন মৃত্যুর ঘটনায় র‍্যাব সদস্যদের ক্লোজড করার বিষয়ে তার কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। তবে তিনি নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী জেসমিনকে র‍্যাবের হাতে আটক এ মারা যাওয়ার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন।

Screenshot: Prothom Alo 

এই ঘটনায় আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্য নিয়ে করা প্রতিবেদন দেখুন ‘নওগাঁর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে: আইনমন্ত্রী (প্রথম আলো), র‍্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর পর মামলা আইনের অপব্যবহার: আইনমন্ত্রী (ভিডিও) (আজকের পত্রিকা) , সাংবাদিকদের বিরুদ্ধে নয়, যেটা হচ্ছে তা অন্যায়ের বিরুদ্ধে: আইনমন্ত্রী (বাংলা ট্রিবিউন)

এসব বক্তব্যের কোথাও এই ঘটনায় র‍্যাব সদস্যদের ক্লোজড করার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। অপরদিকে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে র‍্যাব সদস্যদের ক্লোজড করার বিষয়ে বিডিনিউজ২৪ এর সূত্রে সংবাদ প্রচার করলেও তাদের প্রতিবেদনেও এই প্রসঙ্গে

Screenshot: DW Bangla

মূলত, গত ২২ মার্চ নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী জেসমিনকে আটক করে র‍্যাব। পরে ২৪ মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় তাকে আটকের সাথে জড়িত র‍্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বাহিনীটির সদর দপ্তর থেকে গঠিত তদন্ত কমিটি। এই উদ্দেশ্যে ওই অভিযানে থাকা র‌্যাব-৫ এর ১১ জনকে জয়পুরহাট ক্যাম্প থেকে র‍্যাব-৫ এর সদর দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তলবের এই ঘটনাটিকেই পরবর্তীতে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈনের উদ্ধৃতিতে আবার কোথাও আঈনমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে র‍্যাব সদস্যদের ক্লোজড করা হয়েছে দাবিতে গণমাধ্যমে প্রচার করা হয়। 

সুতরাং, নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের র‌্যাবের হেফাজতে মৃত্যুর ঘটনায় র‌্যাবের ১১ সদস্যকে ‘ক্লোজড’ করা হয়েছে দাবিতে গণমাধ্যমে প্রচারিত তথ্যটি মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img